খেলা-ধুলা

বিসিবির ঘোষিত এশিয়া কাপে চমক, দলে ফিরলেন সোহান

স্পোর্টস ডেস্ক ॥ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজের জন্য ১৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে। শুক্রবার রাতে প্রকাশিত এই দলে সবচেয়ে বড় চমক হলো তিন বছর পর উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহানের টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলে ফেরা। একইভাবে দীর্ঘ বিরতির পর ব্যাটার সাইফ হাসানও ফিরেছেন মূল দলে। অন্যদিকে নতুন সংযোজন হিসেবে যুক্ত হয়েছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

তবে উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে বাদ পড়েছেন ওপেনার নাঈম শেখ ও সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নেদারল্যান্ডস সিরিজ থেকে ছুটি নেওয়া অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ মূল স্কোয়াডে জায়গা না পেলেও তাকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই দলে। এছাড়া স্ট্যান্ডবাই তালিকায় রয়েছেন সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।

এশিয়া কাপ এবারে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। মোট ১৯টি ম্যাচের মধ্যে ১১টি হবে দুবাইয়ে এবং বাকি ৮টি আবুধাবিতে। গ্রুপ ‘বি’-তে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। গ্রুপপর্বে বাংলাদেশের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবিতে। তাদের অভিযান শুরু হবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে লাল-সবুজের দল। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে।

দলকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস। স্কোয়াডের অন্য সদস্যরা হলেন— তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।

বিশ্লেষকদের মতে, নুরুল হাসানের অভিজ্ঞতা ও সাইফউদ্দিনের অলরাউন্ড সামর্থ্য দলের ভারসাম্য রক্ষায় বড় ভূমিকা রাখবে। বিসিবিও মনে করছে এই স্কোয়াড যথেষ্ট শক্তিশালী, যা এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজে বাংলাদেশের জয়ের সম্ভাবনা বাড়াবে।

মতামত দিন