খেলা-ধুলা

ফিট থাকলে সাকিব দলে ফিরবেই: আমিনুল বুলবুল

স্পোর্টস ডেস্ক ॥ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নেতৃত্ব পরিবর্তনের মধ্য দিয়ে নতুন অধ্যায়ের সূচনা হলো। নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নিয়েই জাতীয় ক্রিকেটের নানামুখী ইস্যু নিয়ে মুখোমুখি হলেন সাংবাদিকদের। সবচেয়ে আলোচিত বিষয় ছিল সাকিব আল হাসানকে নিয়ে বোর্ডের অবস্থান।

বিগত এক বছর ধরে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকাকে জাতীয় দলের বাইরে রাখার বিষয়টি ঘিরে বিতর্ক কম হয়নি। নির্বাচক প্যানেল বলেছে, তার বোলিং অ্যাকশন এখনও সন্তোষজনক নয়। তবে একই সময় তিনি পিএসএলে অংশ নিয়েছেন এবং আন্তর্জাতিক পরীক্ষায় উত্তীর্ণও হয়েছেন।

এ পরিস্থিতিতে বুলবুল সাংবাদিকদের বলেন, “সাকিবের মতো ক্রিকেটারকে বাইরে রাখা সহজ নয়। তবে আমাদের একটি প্রক্রিয়া রয়েছে। নির্বাচকরাই সিদ্ধান্ত নেবেন কারা খেলবে।” তিনি আরও বলেন, “সরকার বা কোনো উপদেষ্টার পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ আমরা মেনে নেব না। এটা খেলোয়াড় নির্বাচন, এর সঙ্গে ক্রিকেটীয় পেশাদারিত্ব ও স্বাধীনতা বজায় রাখা জরুরি।”

দায়িত্বের প্রথম দিনেই বুলবুল তার ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গিরও ইঙ্গিত দেন। তিনি জানান, বোর্ডের কার্যক্রমে স্বচ্ছতা ও ক্রিকেটারদের স্বার্থকে প্রাধান্য দিয়ে চলবে বর্তমান প্রশাসন।

ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন, বুলবুলের নেতৃত্বে বিসিবিতে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। তিনি ক্রিকেটার ছিলেন, কোচ ছিলেন, প্রশাসনিক অভিজ্ঞতাও আছে— এসবের সমন্বয়ে তিনি একটি ভারসাম্যপূর্ণ নেতৃত্ব দিতে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করছেন অনেকে।

মতামত দিন