নিরাপত্তা ঝুঁকিতে বাংলাদেশ-নেপাল প্রীতি ম্যাচ বাতিল, খেলোয়াড়রা হোটেলবন্দি
স্পোর্টস ডেস্ক ॥ নেপালের রাজধানী কাঠমান্ডুতে চলমান রাজনৈতিক সংকট বাংলাদেশের জাতীয় ফুটবল দলের সূচি ভেঙে দিল। মঙ্গলবার নির্ধারিত দ্বিতীয় প্রীতি ম্যাচ বাতিল হওয়ায় খেলোয়াড়রা হোটেলবন্দি হয়ে পড়েছেন।বাংলাদেশ দলের খেলোয়াড়রা ক্রাউন ইম্পেরিয়াল হোটেলে অবস্থান করছেন। নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা) নিরাপত্তার কারণে তাদের বাইরে না যেতে নির্দেশ দিয়েছে। ফলে নির্ধারিত অনুশীলন সেশনও বাতিল করতে হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)।
বাফুফে এক বিজ্ঞপ্তিতে জানায়, “নেপালের বিপক্ষে দ্বিতীয় ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ উপলক্ষে আজ বিকেল ৩টায় দশরথ স্টেডিয়ামে অনুশীলন হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে অনুশীলন বাতিল করা হয়েছে। নতুন সূচি পরে জানানো হবে।”
প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ ও সরকারের দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনে নেপালজুড়ে উত্তেজনা বিরাজ করছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৯ জনের প্রাণহানি ঘটেছে। সরকার ইতোমধ্যে কারফিউ জারি করেছে।
বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান জানান, “খেলোয়াড়দের নিরাপত্তাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। ঢাকায় বাফুফে এবং কাঠমান্ডুতে দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।”
এর আগে সিরিজের প্রথম ম্যাচ গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছিল। দ্বিতীয় ম্যাচ বাতিল হওয়ায় বাংলাদেশ দল নির্ধারিত পরিকল্পনা বাস্তবায়নে ব্যাহত হলো।
মতামত দিন