খেলা-ধুলা

এএফসির আসর: তৃষ্ণা হ্যাটট্রিকে বাংলাদেশ উড়ছে আকাশ ছুঁয়ে!

ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল এএফসির আসরে ধারাবাহিক জয়ে অবিরত। গ্রুপের দ্বিতীয় ম্যাচে তারা পূর্ব তিমুরকে ৮-০ গোলে হারিয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করেছে। দলের ফরোয়ার্ড তৃষ্ণার হ্যাটট্রিক সহ সাগরিকা, নবিরুন, শিখা, শান্তি এবং মুনকি গোল করেন।

প্রথমার্ধের শেষের দিকে তৃষ্ণার গোল দিয়ে শুরু হওয়া বাংলাদেশের গোল ঝড় দ্বিতীয়ার্ধে অব্যাহত থাকে। ৫৩ মিনিটে তৃষ্ণা দলকে এগিয়ে নিয়ে যান এবং ৮৩ মিনিটে হ্যাটট্রিক সম্পন্ন করেন। সাগরিকার ৭২ মিনিটের একক গোল দলকে শক্তিশালী করে।

ম্যাচের হাইলাইট ছিল শান্তি মারডির কর্নার থেকে গোল, যা ‘অলিম্পিক গোল’ হিসেবে বিবেচিত। এই গোল পেশাদারিত্ব ও দক্ষতার প্রমাণ দেয়। প্রথমার্ধে বাংলাদেশের চার গোলের মধ্যে তিনটি কর্নার থেকে আসে, যা দলের পরিকল্পিত কৌশল ও খেলোয়াড়দের সঠিক সম্পাদনার পরিচায়ক।

পরবর্তী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, যাদের হারানো কঠিন বলে মনে করা হচ্ছে। তাই বাংলাদেশের পরিকল্পনা ভালো গোল ব্যবধান নিয়ে রানার্স-আপ হয়ে মূল পর্বে খেলার সুযোগ পাওয়া।

মতামত দিন