আফ্রিকায় ক্রিকেট বিশ্বকাপ: মোট ৫৪টি ম্যাচের কোন দেশে কতটি
স্পোর্টস ডেস্ক ॥ ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ দিয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আসছে দক্ষিণ আফ্রিকা। দীর্ঘ ১৮ বছর পর বড় কোনো আইসিসি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে দেশটি। যদিও এবার একা নয়, নামিবিয়া ও জিম্বাবুয়েও থাকবে তাদের সহযোগী আয়োজক হিসেবে।দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে মোট ৪৪টি ম্যাচ। জোহানেসবার্গ, প্রিটোরিয়া, কেপ টাউন, ডারবান, কেবেরহা, ব্লুমফনটেইন, ইস্ট লন্ডন ও পার্ল—এই আটটি ভেন্যুতে ম্যাচ আয়োজনের প্রস্তুতি চলছে জোর কদমে। বিশ্বকাপের বাকি ১০টি ম্যাচ নামিবিয়া ও জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হবে।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (CSA) চেয়ারপার্সন পার্ল মাফোশে জানিয়েছেন, "আমরা বিশ্বকাপের মাধ্যমে দক্ষিণ আফ্রিকার বৈচিত্র ও সংস্কৃতি তুলে ধরতে চাই। এটি আমাদের জন্য গর্বের একটি সুযোগ।"
২০০৯ সালে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করেছিল দক্ষিণ আফ্রিকা। তার আগে ২০০৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ও ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ সফলভাবে আয়োজন করেছিল দেশটি। তবে এরপর আর বড় কোনো টুর্নামেন্টের আয়োজক হওয়ার সুযোগ পায়নি প্রোটিয়ারা।
ক্রিকেট ইতিহাসে অন্যতম শক্তিশালী দল হলেও এখনও পর্যন্ত কোনো ওয়ানডে বিশ্বকাপ জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা। বারবার সেমিফাইনালে হোঁচট খেয়ে থেমে যেতে হয়েছে তাদের। ২০২৩ সালে ভারতের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপেও সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল প্রোটিয়াদের।
তবে এবার নিজেদের মাটিতে খেলতে নামবে তারা। তাই প্রোটিয়া ক্রিকেটারদের মূল লক্ষ্য থাকবে—ঘরের মাঠে প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফি ছোঁয়া। ক্রিকেটপ্রেমীদের আশা, আফ্রিকার বৈচিত্র্যময় সংস্কৃতির সঙ্গে ক্রিকেট উৎসব মিলেমিশে নতুন মাত্রা যোগ করবে এই বিশ্বকাপে।
মতামত দিন