২৩৩ জন ইমাম হত্যা এবং ৮২৮টি মসজিদ ধ্বংস করেছে দখলদার ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক ॥ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন গত ২২ মাস ধরে অব্যাহত রয়েছে। হামলা, বোমাবর্ষণ ও হত্যা থামছে না। বিশেষত ধর্মীয় প্রতিষ্ঠান ও নেতারা সরাসরি লক্ষ্যবস্তু হয়ে উঠেছেন। ইসরায়েলের সেনারা মসজিদ, চার্চ, ইমাম ও ধর্মীয় নেতাদের ওপর পরিকল্পিত হামলা চালাচ্ছে।মধ্যবর্তী রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর গাজার ২৩৩ জন ইমাম ও ইসলাম ধর্ম প্রচারক হত্যা করা হয়েছে এবং ৮২৮টি মসজিদ ধ্বংস হয়েছে। এছাড়া ১৬৭টি মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসযজ্ঞের পাশাপাশি, তিনটি চার্চও ধ্বংস করা হয়েছে এবং ২১ জন ফিলিস্তিনি খ্রিস্টান নিহত হয়েছেন।
গাজার মিডিয়া অফিসের প্রধান ইসমাইল আল থাওয়াবতেহ বলেন, “ধর্মীয় নেতাদের হত্যা ও প্রতিষ্ঠান ধ্বংসের মাধ্যমে ফিলিস্তিনিদের প্রতিরোধ ক্ষমতা ও সামাজিক সংহতি দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। শতাব্দী প্রাচীন স্থাপনা ধ্বংসের মাধ্যমে ইতিহাস ও সংস্কৃতিও লোপ পাচ্ছে।”
ফিলিস্তিনিদের জাতিগত পরিচয়, ধর্মীয় ঐতিহ্য ও সামাজিক মূল্যবোধ রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। ইসরায়েলের এই হামলা শুধু অবকাঠামোকে নয়, ফিলিস্তিনিদের অস্তিত্ব ও ঐতিহাসিক শেকড়কেও হুমকির মুখে ফেলেছে।
মতামত দিন