আন্তর্জাতিক

হামলার ভয়ে কাশ্মির সীমান্তে সাদা পতাকা উত্তোলনের দাবি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক ॥ ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত সংঘাত দিন দিন তীব্রতর হচ্ছে। ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তান পালটা হামলা চালিয়ে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে বলে দাবি করেছে। ৭ মে প্রকাশিত আলজাজিরা ও সামা টিভির প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, পাকিস্তান দাবি করছে—কাশ্মিরের নিয়ন্ত্রণরেখায় ভারতের সেনারা সাদা পতাকা উত্তোলন করেছে, যা আন্তর্জাতিকভাবে আত্মসমর্পণের প্রতীক হিসেবে বিবেচিত হয়।

পাকিস্তানি সূত্র অনুযায়ী, কাশ্মিরের চোরা কমপ্লেক্স এলাকায় ভারতীয় সামরিক পোস্টে ব্যাপক ক্ষয়ক্ষতির পর ভারতীয় বাহিনী এই সাদা পতাকা তোলে। পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (পূর্বে টুইটার) এই দাবির পুনরাবৃত্তি করে জানান, পাকিস্তানি বাহিনী প্রতিটি উস্কানির যোগ্য জবাব দিচ্ছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী নিশ্চিত করেছেন, পাকিস্তানের আকাশসীমায় অনুপ্রবেশের পর ভারতীয় বিমান বাহিনীর রাফাল, মিগ-২৯ এবং এসইউ-৩০ মডেলের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। তিনি আরও জানান, বর্তমানে কাশ্মিরের নিয়ন্ত্রণরেখা বরাবর গুলিবিনিময় চলছে এবং পাকিস্তানের বিমানবাহিনীর সব ইউনিট নিরাপদে ফিরে এসেছে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তান যথাযথ সামরিক প্রতিক্রিয়া জানাতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং রাষ্ট্রগুলো যুদ্ধের আশঙ্কা এড়াতে উভয় দেশকে শান্তিপূর্ণ আলোচনা ও কূটনৈতিক সমাধানের পথ অনুসরণের আহ্বান জানিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এমন এক উত্তপ্ত প্রেক্ষাপটে সঠিক কূটনৈতিক হস্তক্ষেপ ছাড়া সংঘাত গোটা উপমহাদেশে অস্থিরতা তৈরি করতে পারে।

সীমান্তের পরিস্থিতি এখনও উত্তপ্ত, এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। একাধিক সীমান্তবর্তী অঞ্চল ঘিরে রয়েছে সেনা মোতায়েন ও উচ্ছেদ অভিযান।

মতামত দিন