স্বীকৃতির পথে পশ্চিমা দেশগুলো, নেতানিয়াহুর হুঙ্কার ফিলিস্তন রাষ্ট্র থাকবে না
আন্তর্জাতিক ডেস্ক ॥ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর “ফিলিস্তিনি রাষ্ট্র হবে না” মন্তব্যের পর আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পশ্চিমা বিশ্বসহ জাতিসংঘও এ বক্তব্যের সমালোচনা করেছে।ব্রিটেন, ফ্রান্সসহ একাধিক দেশ ঘোষণা দিয়েছে, তারা চলতি মাসের শেষের দিকে জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। বিশেষ করে, গাজার চলমান যুদ্ধবিরতি বিষয়ে ইসরায়েল সম্মত না হলে তারা স্বীকৃতির পথে এগোবে।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, পশ্চিম তীরে নতুন বসতি স্থাপন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পথে গুরুতর বাধা। তার মতে, ‘ই১’ এলাকা জেরুজালেম ও মাআলে আদুমিমকে সংযুক্ত করবে এবং কার্যত পশ্চিম তীরকে দুই টুকরো করে ফেলবে। এটি ফিলিস্তিনের জন্য ‘অস্তিত্বগত হুমকি।’
ইসরায়েলি পরিকল্পনা অনুসারে, এখানে প্রায় ৩ হাজার ৪০০টি বসতি ঘর তৈরি হবে। যদিও আন্তর্জাতিক আইন অনুযায়ী ১৯৬৭ সাল থেকে পশ্চিম তীরের সব বসতি অবৈধ। কিন্তু ইসরায়েল বারবার এ আইন অমান্য করে আসছে।
ফিলিস্তিনপন্থী সংগঠনগুলো বলছে, নেতানিয়াহুর ঘোষণার মাধ্যমে শান্তি আলোচনার সম্ভাবনা শেষ হয়ে গেছে। অন্যদিকে, পশ্চিমা দেশগুলোর স্বীকৃতি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ে নতুন অধ্যায় খুলতে পারে।
সূত্র : এএফপি
মতামত দিন