আন্তর্জাতিক

সৌদি আরবে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক ॥ সৌদি আরবে এক সপ্তাহব্যাপী বিশেষ নিরাপত্তা অভিযানে ২২ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ইংরেজি দৈনিক গালফ নিউজ এ তথ্য নিশ্চিত করেছে। ১৪ থেকে ২০ আগস্ট পর্যন্ত দেশব্যাপী পরিচালিত এই অভিযানে সৌদি নিরাপত্তা বাহিনীর পাশাপাশি বিভিন্ন সরকারি সংস্থা অংশ নেয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন ১৩ হাজার ৫৫১ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ৪ হাজার ৬৬৫ জন এবং শ্রম আইন ভঙ্গের কারণে গ্রেপ্তার হয়েছেন ৪ হাজার ৬ জন প্রবাসী। তাদের মধ্যে অনেককে দেশে ফেরত পাঠানোর আগে নিজ নিজ দূতাবাস বা কূটনৈতিক মিশনের মাধ্যমে প্রয়োজনীয় নথি সংগ্রহ করতে হয়েছে। ইতোমধ্যেই ১২ হাজার ৯২০ জন প্রবাসীকে সৌদি থেকে নিজ দেশে পাঠানো হয়েছে।

অভিযানে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় ১ হাজার ৭৮৬ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ইথিওপিয়া ও ইয়েমেনের নাগরিকরাই সংখ্যাগরিষ্ঠ। এছাড়া দেশ ছাড়ার চেষ্টা করার সময় ৩৩ জন প্রবাসী ধরা পড়েন। এ ছাড়াও অবৈধভাবে বিদেশিদের আশ্রয় বা পরিবহনের অভিযোগে সৌদি নাগরিকসহ ১৮ জনকেও গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে মোট ২৫ হাজার ৯২১ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে, এর মধ্যে ২৩ হাজার ৪১৯ জন পুরুষ ও ২ হাজার ৫০২ জন নারী।

সৌদি আইনে অবৈধ অভিবাসন সহায়তার ক্ষেত্রে ১৫ বছরের কারাদণ্ড ও সর্বোচ্চ ১০ লাখ রিয়াল জরিমানার বিধান রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বারবার সতর্ক করে বলছে, প্রবাসীদের অবশ্যই স্থানীয় আইন-কানুন মেনে চলতে হবে।

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের নিয়মিত অভিযান ও আইন কঠোরভাবে প্রয়োগের ফলে শ্রমবাজার ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হচ্ছে। একইসঙ্গে এটি প্রবাসীদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে।

মতামত দিন