সুদান বোমা হামলায় ধ্বংস ইউএই বিমান, নিহত ৪০
আন্তর্জাতিক ডেস্ক ॥ সুদানের দারফুরের নিয়ালা বিমানবন্দরে বুধবার গভীর রাতে এক বিমানবন্দরে ভয়াবহ বোমা হামলা চালিয়ে একটি সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিমান ধ্বংস করেছে সুদান সেনাবাহিনী। রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের বরাতে জানা যায়, এই হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে, যাদের মধ্যে একটি কলম্বিয়ার ভাড়াটে সৈন্য দলও রয়েছে বলে ধারণা করা হচ্ছে।দারফুর অঞ্চলের নিয়ন্ত্রণ বর্তমানে আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ)-এর হাতে। ২০২৩ সালের এপ্রিল থেকে এই বাহিনীর সঙ্গে সুদান সেনাবাহিনীর সংঘর্ষ অব্যাহত রয়েছে। সেই সংঘর্ষের অংশ হিসেবে নিয়ালা বিমানবন্দর বহুবার টার্গেট করা হয়েছে।
এক সামরিক সূত্র জানিয়েছে, আমিরাতের বিমানটি উপসাগরীয় অঞ্চলের একটি ঘাঁটি থেকে উড়ে এসে আরএসএফ নিয়ন্ত্রিত এই বিমানবন্দরে অবতরণের চেষ্টা করছিল। কিন্তু সুদান বিমানবাহিনী বোমা হামলা চালিয়ে বিমানটি ধ্বংস করে দেয়। বিমানটিতে বিদেশি যোদ্ধা ও সামরিক সরঞ্জাম ছিল বলে দাবি করা হয়েছে।
তবে আমিরাত এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেয়নি। নাম প্রকাশ না করার শর্তে এক আমিরাতি কর্মকর্তা মিথ্যা অভিযোগ বলে মন্তব্য করেছেন। আরএসএফও এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেয়নি।
স্যাটেলাইট ছবি বিশ্লেষণে দেখা গেছে, নিয়ালা বিমানবন্দরে চীনা তৈরি দূরপাল্লার ড্রোন রয়েছে, যা সুদান সেনাবাহিনীর অভিযোগের প্রমাণ হিসেবে দেখা হচ্ছে।
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো নিহতদের সংখ্যা নির্ণয় ও মৃতদেহ ফেরত আনার চেষ্টা চালাচ্ছেন। এর আগে, সুদান সেনাসমর্থিত সরকার আমিরাতের বিরুদ্ধে কলম্বিয়ান ভাড়াটে যোদ্ধা নিয়োগ ও অর্থায়নের অভিযোগ তুলেছিল।
জাতিসংঘের বিশেষজ্ঞরা জানান, ২০২৪ সালের শেষ থেকে কলম্বিয়ান ভাড়াটে দারফুরে সক্রিয়, যা অঞ্চলের অস্থিতিশীলতা বাড়িয়ে তুলেছে।
সত্য ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে নতুন উত্তেজনার সূত্রপাত করেছে।
মতামত দিন