আন্তর্জাতিক

রাশিয়ার ঘোষণা: ইরান কখনো একা থাকবে না, পাঠাল পরমানু বিশেষজ্ঞ

আন্তর্জাতিক ডেস্ক ॥ মধ্যপ্রাচ্যে যখন ইরান-ইসরায়েল উত্তেজনা চরমে, তখনই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক জোরালো বার্তায় জানিয়েছেন, মিত্র ইরানকে রাশিয়া কখনোই একা ফেলবে না। তিনি আরও বলেন, ইরানের বুশেহার পরমাণু কেন্দ্রে বর্তমানে রাশিয়ার প্রায় ২৫০ জন বিশেষজ্ঞ কাজ করছেন এবং সহযোগিতায় রয়েছেন আরও শতাধিক রুশ নাগরিক, যার ফলে প্রকল্পে নিযুক্ত রাশিয়ানদের সংখ্যা প্রায় ৬০০ জনে দাঁড়িয়েছে। এই ঘোষণাটি এসেছে সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের এক সংবাদ সম্মেলনে।

পুতিন জানান, রাশিয়া শুধু সহযোগী নয়, বরং ইরানের পরমাণু শক্তি যেন শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহৃত হয় তা নিশ্চিত করতে তদারকির প্রস্তুতিও রয়েছে। তিনি ইরানকে প্রস্তাব দেন, চাইলেই রাশিয়া পরমাণু প্রকল্পের পূর্ণ দায়িত্ব নিতে পারে, যা বিশ্বে একটি শান্তিপূর্ণ বার্তা দেবে।

উল্লেখযোগ্যভাবে, পুতিন জানিয়েছেন, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন এবং নেতানিয়াহু আশ্বস্ত করেছেন যে, বুশেহার পরমাণু কেন্দ্রে কোনো হামলা চালানো হবে না। এই মন্তব্যে দুই পক্ষের মধ্যে উত্তেজনার কিছুটা প্রশমনের ইঙ্গিত পাওয়া গেছে।

রুশ প্রেসিডেন্ট তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকেও ধন্যবাদ জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি প্রশমনে কূটনৈতিক উদ্যোগ নেওয়ার জন্য। এটি রাশিয়ার কৌশলগত পররাষ্ট্রনীতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক।

এদিকে, বুশেহারে দুটি নতুন পারমাণবিক চুল্লি নির্মাণ প্রকল্পে রুশ বিজ্ঞানীদের অংশগ্রহণকে আন্তর্জাতিক বিশ্লেষকরা দুই দেশের সম্পর্কের ঘনিষ্ঠতার প্রতীক হিসেবে দেখছেন। পুতিনের ভাষ্যে উঠে এসেছে যে, রাশিয়া মধ্যপ্রাচ্যে এক ভারসাম্যপূর্ণ কূটনৈতিক শক্তি হিসেবে নিজেদের ভূমিকা দেখতে চায়।

তিনি স্পষ্ট করেছেন, ইরানের সঙ্গে সাম্প্রতিক কোনো অস্ত্র চুক্তিতে অস্ত্র সরবরাহের শর্ত নেই এবং ইরান পক্ষ থেকেও এখন পর্যন্ত এমন কোনো দাবি আসেনি। তবে পরিস্থিতির পরিবর্তনে ভবিষ্যতে বিষয়টি বিবেচনায় নেওয়া হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, পুতিনের এই অবস্থান শুধু ইরান নয়, গোটা মধ্যপ্রাচ্যকে একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ ভবিষ্যতের দিকে এগিয়ে নেওয়ার ইঙ্গিত দিচ্ছে।

মতামত দিন