রাজনীতিতে নতুন মাত্রা, জামিন পেলেন ইমরান খান
আন্তর্জাতিক ডেস্ক ॥ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে সেনাবাহিনীর স্থাপনায় হামলার আটটি মামলায় জামিন দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার (২১ আগস্ট) প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় দেন।২০২৩ সালের মে মাসে ইমরান খানের গ্রেপ্তারের পর তাঁর সমর্থকরা রাওয়ালপিন্ডিতে সেনা সদরদপ্তরসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। এ সময় ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতায় দেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠে। ওই ঘটনার পরই তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। তবে লাহোর হাইকোর্ট জামিন না দেওয়ায় ইমরান খান সুপ্রিম কোর্টে আপিল করেন। আদালতের সর্বোচ্চ বেঞ্চ জানিয়েছে, যদি অন্য কোনো মামলা বা আটকাদেশ না থাকে, তবে তাঁকে কারাগার থেকে মুক্তি দিতে হবে।
তবে এ জামিন পাওয়ার পরও ইমরান খানের তাৎক্ষণিক মুক্তি মিলছে না। তিনি দুর্নীতি ও বিশেষ করে বহুল আলোচিত আল-কাদির ট্রাস্ট মামলায় এখনও অভিযুক্ত আছেন। এ মামলাতেও জামিন না পাওয়া পর্যন্ত কারাগারেই থাকতে হবে তাঁকে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইমরানের জামিন পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে পারে। তিনি মুক্ত হলে পুনরায় সক্রিয় হয়ে ক্ষমতাসীনদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারেন। তবে দুর্নীতির মামলার ফাঁদে আটকে থাকায় তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
২০২২ সালের অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারানোর পর থেকে ইমরানের বিরুদ্ধে ক্রমাগত মামলা হচ্ছে। তাঁর দলের অনেক নেতাও বিভিন্ন অভিযোগে জর্জরিত। পর্যবেক্ষকদের মতে, সুপ্রিম কোর্টের এ রায় পিটিআই কর্মী-সমর্থকদের নতুন করে আন্দোলনে অনুপ্রাণিত করবে এবং পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনকে আরও উত্তপ্ত করে তুলবে।
মতামত দিন