যে ১২ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রে অবস্থানকাল শেষ হওয়ার পরও কেউ যদি দেশটি ত্যাগ না করেন, তবে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারেন—বৃহস্পতিবার (৫ জুন) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের প্রকাশিত এক সতর্কবার্তায় এমনটাই জানানো হয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভেরিফায়েড পেজ থেকে দেওয়া পোস্টে বলা হয়, “আপনার অনুমোদিত ভ্রমণকাল শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে থাকলে ফেরত পাঠানোর পাশাপাশি স্থায়ী নিষেধাজ্ঞা জারি হতে পারে।”
এই সতর্কবার্তা এমন সময় এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অভিবাসন নীতিমালা নিয়ে আগের চেয়ে আরও কঠোর হয়েছে। গত ৪ জুন প্রেসিডেন্ট স্বাক্ষরিত আদেশ অনুযায়ী, ১২টি দেশের নাগরিকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে, আর ৭টি দেশের ওপর আংশিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এই নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা আগামী ৯ জুন থেকে কার্যকর হবে। যদিও এখনো দেশের নাম প্রকাশ করা হয়নি, তবে নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
২৩ মে ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানায়, যেসব বাংলাদেশি যুক্তরাষ্ট্রে ভ্রমণের উদ্দেশ্যে ভিসার আবেদন করবেন, তাদের তথ্য যাচাই আরও কঠোরভাবে করা হবে। সন্দেহজনক তথ্য থাকলে আবেদন সরাসরি বাতিল করার ক্ষমতা থাকবে কনস্যুলার কর্মকর্তাদের হাতে।
বিশ্লেষকরা মনে করছেন, বৈধ ভিসা ও ভ্রমণ অনুমোদন নিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়া ব্যক্তিদের নিয়ম না মানলে ভবিষ্যতে বাংলাদেশিদের জন্য মার্কিন ভিসা পাওয়া কঠিন হয়ে পড়বে।
মতামত দিন