যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতিতে বাংলাদেশ পেল স্বস্তি, চাপে ভারত
আন্তর্জাতিক ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার এক নির্বাহী আদেশে নতুন শুল্ক নীতি জারি করেছেন, যার ফলে বাংলাদেশের পণ্যে শুল্কহার ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে। এটি কার্যকর হবে আগামী ৭ আগস্ট থেকে। এই সিদ্ধান্তে দেশের তৈরি পোশাক খাতের জন্য বড় ধরনের স্বস্তি এসেছে। বিপরীতে, ভারতের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করায় দেশটির রপ্তানি বাজারে চাপে পড়েছে।বাংলাদেশ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে অন্যতম প্রধান দেশ। তবে গত মাসে শুল্ক ৩৫ শতাংশে উন্নীত হওয়ার পর ভারতের তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো এগিয়ে যায়। তখন ভারতের শেয়ার বাজারে টেক্সটাইল কোম্পানিগুলোর শেয়ারের মূল্যও বৃদ্ধি পায়।
তবে নতুন শুল্ক ঘোষণা আসার পরেই ভারতীয় বাজারে এর প্রভাব স্পষ্ট হয়ে ওঠে। কেপিআর মিলসের শেয়ার কমেছে ৫ শতাংশ, ওয়েলসপুন লিভিং ২ শতাংশ, অলোক ইন্ডাস্ট্রিজ ০.৮ শতাংশ, পিয়ার্ল গ্লোবাল ৩.৭ শতাংশ, গোকূলদাস এক্সপোর্ট ২.৬ শতাংশ, কিটেক্স গার্মেন্টস ৩.২১ শতাংশ এবং বর্ধমান টেক্সটাইল ২.৮ শতাংশ হারে দর হারিয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত বাংলাদেশি পোশাক রপ্তানির জন্য একটি পুনঃসুযোগ তৈরি করবে, যা ভারতের জন্য প্রতিযোগিতামূলক পরিবেশ আরও কঠিন করে তুলবে।
মতামত দিন