যুক্তরাজ্যে স্বরাষ্ট্র দায়িত্বে প্রথমবারের মতো মুসলিম নারী
আন্তর্জাতিক ডেস্ক ॥ যুক্তরাজ্যের মন্ত্রিসভায় রদবদলের পর হোম সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন শাবানা মাহমুদ। পাকিস্তানি বংশোদ্ভূত এই মন্ত্রী প্রথম মুসলিম নারী হিসেবে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের নেতৃত্ব দেবেন।প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই পদক্ষেপের মাধ্যমে মন্ত্রিসভার নেতৃত্বকে আরও বৈচিত্র্যময় করেছেন। স্বরাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেন, “শাবানা মাহমুদকে স্বাগত জানাচ্ছি। আমরা একটি নতুন অধ্যায় শুরু করছি।”
শাবানা মাহমুদও জানিয়েছেন, সরকারের প্রথম দায়িত্ব হলো নাগরিকদের নিরাপত্তা। তিনি বলেছেন, “স্বরাষ্ট্র সচিব হিসেবে আমার প্রতিদিনের কাজের মূল লক্ষ্য হবে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা।”
শাবানা ১৯৮০ সালে বার্মিংহামে জন্মগ্রহণ করেন। শৈশবের কিছু অংশ যুক্তরাজ্য ও সৌদি আরবে কাটান। আইন বিষয়ে অক্সফোর্ডের লিংকন কলেজে পড়াশোনা শেষে ব্যারিস্টার হিসেবেও কাজ করেছেন।
রাজনীতিতে প্রবেশের পর ২০২৪ সালের জুলাই মাসে বার্মিংহাম লেডিউডের পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হন। লেবার পার্টির নেত্রী হিসেবে ছায়া মন্ত্রিসভা এবং সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে অবদান রাখেন।
বিচারমন্ত্রী ও লর্ড চ্যান্সেলর থাকাকালীন তিনি কারাগারে ভিড় কমানো, সাজা সুরক্ষা এবং মানবাধিকার আইন বিষয়ে গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়ন করেন। ‘আগাম মুক্তি কর্মসূচি’ এর অন্যতম উদাহরণ।
শাবানা মাহমুদ ব্রিটিশ রাজনীতিতে বৈচিত্র্য ও উদ্ভাবনের প্রতীক হয়ে ওঠেছেন।
মতামত দিন