যমুনা নদীতে নেমে রিলস বানাতে গিয়ে ছয় কিশোরীর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক ॥ ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় যমুনা নদীতে গোসল করতে নেমে ছয় কিশোরীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। মঙ্গলবার (৩ জুন) বিকেলে সিকান্দরা থানার অন্তর্গত এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহতদের সবাই একই গ্রামের বাসিন্দা, এবং তারা নদীর ধারে খেলাধুলা ও সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য মোবাইলে রিলস ভিডিও ধারণ করছিল।প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচণ্ড গরমে তারা শরীর ঠাণ্ডা করার জন্য যমুনা নদীতে নামে। শুরুতে তারা নদীর পাশ ঘেঁষে অবস্থান করলেও একপর্যায়ে পানিতে স্রোতের টানে ধীরে ধীরে গভীরে চলে যায়। এতে তারা সাঁতার না জানার কারণে নদীতে ডুবে যেতে থাকে।
স্থানীয় লোকজনদের চেষ্টায় দু’জনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও, সেখানেই তাদের মৃত্যু হয়। বাকি চারজন ঘটনাস্থলেই প্রাণ হারান। পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহতদের পরিবার এবং আত্মীয়স্বজনের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রামের বাতাস।
এক অভিভাবক বলেন, “আমাদের মেয়েরা মাঠের কাজ শেষে নদীতে গিয়েছিল গা ভেজাতে। কল্পনাও করিনি এমন কিছু হবে। এখন শূন্যতা ছাড়া কিছুই নেই।”
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান জেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা। প্রশাসনের পক্ষ থেকে নিহত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং জানানো হয়েছে, তাদের সব ধরনের সহায়তা করা হবে। এছাড়া দুর্ঘটনার তদন্ত শুরু করা হয়েছে এবং নদীপাড়ে বাড়তি সতর্কতার ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
এই দুর্ঘটনা একদিকে যেমন হৃদয়বিদারক, অন্যদিকে তা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার ও সতর্কতার অভাবের ভয়াবহ দিকটি তুলে ধরেছে। স্থানীয় প্রশাসন বলছে, যমুনা নদীর ধারে আরও নিরাপত্তাব্যবস্থা, সাইনবোর্ড এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।
এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধে সামাজিক, পারিবারিক ও প্রশাসনিক পর্যায়ে সতর্কতা ও দায়িত্বশীলতা জরুরি। একই সঙ্গে শিশু-কিশোরদের পানিতে নামার আগে সচেতনতা ও প্রাথমিক নিরাপত্তা জ্ঞান দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছে সংশ্লিষ্টরা।
মতামত দিন