আন্তর্জাতিক

মোগল সম্রাট হুমায়ুনের কবর ধসে নিহত ৫ আহত অনেকে

আন্তর্জাতিক ডেস্ক ॥ দিল্লির নিজামুদ্দিনে অবস্থিত মুঘল সম্রাট হুমায়ুনের সমাধিক্ষেত্রের একাংশ ধসে পড়ে অন্তত পাঁচজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে দরগার একটি কাঠামোর ছাদ ধসে পড়ার পর হতাহতদের উদ্ধার করা হয়। আহতদের সফদরজং ও লোকনায়ক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বিকেল ৩টা ৫০ মিনিটে ফোন পাওয়ার পর পাঁচটি উদ্ধারগাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকাজের সময় ধ্বংসস্তূপে চাপা পড়া লোকজনকে উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানান, ধ্বংসস্তূপের অংশ ধসে পড়ার সময় আশেপাশে পর্যটক ও স্থানীয় লোকজন ছিল।

হুমায়ুন টুম্বটি মুঘল রাজবংশের নেক্রোপলিস হিসেবে পরিচিত। এখানে হুমায়ুনসহ প্রায় ১৫০ জন মুঘল সম্রাট ও পরিবারের সদস্যের কবর রয়েছে। এটি ১৯৯৩ সাল থেকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ধ্বংস হওয়া অংশের পুনরুদ্ধার ও ভবিষ্যতের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করছে।

ঘটনাস্থলে পুলিশ, ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা নিরাপত্তা ও উদ্ধারকাজ পরিচালনা করেছেন। হুমায়ুন টুম্বের এই ধস প্রাচীন স্থাপত্য ও পর্যটন শিল্পের জন্য বড় ধাক্কা হিসেবে ধরা হচ্ছে।

মতামত দিন