আন্তর্জাতিক

মার্কিন সামরিক বাহিনীতে শীর্ষপদে বাংলাদেশি বংশোদ্ভূত শরীফুল খান

আন্তর্জাতিক ডেস্ক ॥ বাংলাদেশি বংশোদ্ভূত কর্নেল শরীফুল এম. খান ব্রিগেডিয়ার জেনারেল পদে উন্নীত হয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে নতুন মাইলফলক স্থাপন করেছেন। তাঁর এই পদোন্নতি বাংলাদেশি-আমেরিকান সম্প্রদায়ের জন্য গর্বের প্রতীক হয়ে উঠেছে।

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যমতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত জুনে যে কর্মকর্তাদের পদোন্নতির জন্য মনোনীত করেছিলেন, তাঁদের মধ্যে শরীফুল খানও ছিলেন। গত ২০ আগস্ট অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে নতুন পদে যোগ দেন।

শরীফুল এম. খানের সামরিক ক্যারিয়ার শুরু হয় ১৯৯৭ সালে ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্স একাডেমি থেকে স্নাতক হওয়ার পর। এরপর থেকে তিনি স্পেস অপারেশনস, স্যাটেলাইট নিয়ন্ত্রণ ও উৎক্ষেপণ এবং স্পেস সিস্টেমস ম্যানেজমেন্টে বিশেষ ভূমিকা পালন করেছেন। তিনি স্কোয়াড্রন ও উইং পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতৃত্বের দায়িত্বও পালন করেছেন। বর্তমানে তিনি মার্কিন বিমান বাহিনীর ‘গোল্ডেন ডোম ফর আমেরিকা’র স্টাফ ডিরেক্টর পদে দায়িত্ব পালন করছেন।

সামরিক জীবনে নানা সাফল্যের মধ্য দিয়ে এগিয়ে যাওয়া শরীফুল খানের পদোন্নতি কেবল তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং যুক্তরাষ্ট্রে বসবাসরত লাখো বাংলাদেশি বংশোদ্ভূতের জন্য অনুপ্রেরণার উৎস। এটি প্রমাণ করে, প্রতিভা ও নিষ্ঠা থাকলে বাংলাদেশি-আমেরিকানরা বিশ্বমঞ্চেও নেতৃত্বের আসন দখল করতে সক্ষম।

মতামত দিন