ভুল তথ্যের বিরুদ্ধে ব্যাখ্যা দিতে প্রস্তুত টিউলিপ, সাক্ষাৎ চান ড. ইউনুসের
ডেস্ক রিপোর্ট ॥ যুক্তরাজ্যের লেবার পার্টির প্রভাবশালী এমপি এবং সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন। এ লক্ষ্যে তিনি সম্প্রতি একটি চিঠি পাঠিয়েছেন ড. ইউনূসকে। রোববার ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান-এ প্রকাশিত এক প্রতিবেদনে এই চিঠির বিষয়বস্তু উন্মোচিত হয়, যা দ্রুতই আলোচনার কেন্দ্রে চলে আসে।চিঠিতে টিউলিপ সিদ্দিক স্পষ্টভাবে উল্লেখ করেছেন, বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে, তা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন। দুদকের দাবি অনুযায়ী, তিনি ও তার মা ৭,২০০ বর্গফুট জমি অবৈধভাবে লাভ করেছেন, যা টিউলিপ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, তার পরিবার বাংলাদেশে আর্থিকভাবে কোনো স্বার্থে জড়িত নয় এবং তিনি এমন কোনো জমির মালিক ছিলেন না।
টিউলিপ সিদ্দিক চিঠিতে লেখেন, ড. ইউনূসের লন্ডন সফরকালে যদি সাক্ষাতের সুযোগ মেলে, তবে তিনি তার অবস্থান ব্যাখ্যা করতে চান এবং তার বিরুদ্ধে প্রচারিত বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদ জানাতে চান। তিনি আরও বলেন, তিনি বাংলাদেশি বংশোদ্ভূত হলেও তার রাজনৈতিক জীবন গড়ে উঠেছে যুক্তরাজ্যে এবং তিনি দীর্ঘ এক দশক ধরে ব্রিটিশ পার্লামেন্টে দায়িত্ব পালন করে আসছেন।
চিঠিতে তিনি অভিযোগ করেন, ঢাকার একটি অপ্রাসঙ্গিক ঠিকানায় নিয়মিতভাবে নোটিশ পাঠানো হচ্ছে এবং তার বিরুদ্ধে ধারাবাহিকভাবে গণমাধ্যমে উদ্দেশ্যমূলক তথ্য ফাঁস করা হচ্ছে। তিনি এটিকে একটি সাজানো তদন্তের অংশ বলেও উল্লেখ করেন। তাছাড়া, কোনো আদালত থেকে হাজিরার নির্দেশ না থাকলেও আন্তর্জাতিক গণমাধ্যমে তার বিরুদ্ধে অভিযোগ প্রকাশ করা হচ্ছে, যা তার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে।
উল্লেখ্য, ড. মুহাম্মদ ইউনূস আগামী ৯ জুন লন্ডনে সফরে যাচ্ছেন। তিনি সেখানে রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’ গ্রহণ করবেন এবং আন্তর্জাতিক থিঙ্ক-ট্যাংক চ্যাথাম হাউসে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেবেন। টিউলিপের এই চিঠি ড. ইউনূসের সফরকে ঘিরে নতুন মাত্রা যোগ করেছে।
মতামত দিন