আন্তর্জাতিক

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা, পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক ॥ ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের অন্তত ১৫টি শহরে পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে নয়াদিল্লির পক্ষ থেকে জানানো হয়েছে। বুধবার রাতভর এবং বৃহস্পতিবার সকালে চালানো এই হামলায় জম্মু-কাশ্মীর, পাঞ্জাব ও গুজরাট অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে। হামলার তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে এখনও নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার জানিয়েছে, পাকিস্তানের এই আগ্রাসনের জবাবে ভারতও পাল্টা হামলা চালিয়েছে। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানের লাহোরসহ একাধিক শহরের সামরিক স্থাপনায় আঘাত হানা হয়েছে, যেখানে মূল লক্ষ্য ছিল দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

ভারতের দাবি, পাকিস্তানের ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন আকাশেই ধ্বংস করা হয়েছে। এর জন্য রাশিয়া থেকে আমদানি করা এস-৪০০ মিসাইল ডিফেন্স সিস্টেম সক্রিয়ভাবে ব্যবহার করা হয়। একইসঙ্গে ভারতীয় বাহিনী ‘হারপি’ ও ‘হারোপ’ ড্রোন ব্যবহার করে পাকিস্তানের রাডার সিস্টেমে হামলা চালিয়েছে।

পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারতের পাঠানো ২৫টি ইসরায়েলি ড্রোন তারা ভূপাতিত করেছে। হামলার পর পাকিস্তানের বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে সামরিক স্থাপনাগুলোর আশপাশে জড়ো হন।

এই উত্তেজনার সূত্রপাত দুই সপ্তাহ আগে কাশ্মীরের পেহেলগামে একটি ভয়াবহ সন্ত্রাসী হামলার মাধ্যমে, যেখানে প্রাণ হারান অন্তত ২৬ জন। ওই ঘটনার প্রতিক্রিয়ায় ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে সামরিক অভিযান পরিচালনা করে পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের ৯টি শহরে হামলা চালায়।

বর্তমানে দুই দেশের সীমান্তজুড়ে কার্যত যুদ্ধাবস্থা বিরাজ করছে। আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়লেও, এখনো কোনো পক্ষই শান্তি আলোচনার আগ্রহ দেখায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা দুই দেশের প্রতি সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।

মতামত দিন