ভারতে মেঘালয়ে আওয়ামী লীগ কর্মীসহ পাঁচ বাংলাদেশি আটক, অস্ত্র উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক ॥ ভারতের মেঘালয় রাজ্যের দক্ষিণ-পশ্চিম খাসি হিলস এলাকায় দুই দফায় পাঁচ বাংলাদেশিকে আটক করেছে ভারতের নিরাপত্তা বাহিনী। শনিবার ও রবিবার গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন আওয়ামী লীগ কর্মী এবং একজন নিজেকে বাংলাদেশ পুলিশের সদস্য দাবি করেছেন।স্থানীয় সূত্র ও ভিডিওতে দেখা গেছে, আটককৃতরা হিন্দিতে জিজ্ঞাসাবাদের সময় নিজেদের পরিচয় দিয়েছেন। একজন বলছেন, তিনি শেখ হাসিনার দলের কর্মী এবং অবৈধ সরকারের বিরুদ্ধে কথা বলেছেন। তবে পরবর্তী অংশ জনতার চিৎকারের কারণে স্পষ্ট শোনা যায়নি।
ভারতীয় বিএসএফ ও মেঘালয় পুলিশের যৌথ অভিযানে শনিবার চারজন আটক হন। তাদের মধ্যে তিনজনের হাত বাঁধা ছিল এবং শারীরিক নির্যাতনের চিহ্ন দেখা গেছে। ভিডিওতে স্থানীয় বাসিন্দা ও পুলিশের হাতে ধরা পড়ার দৃশ্যও ধরা পড়েছে।
শিলং টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্তবর্তী রংদাংগাই গ্রামে ২১ বছর বয়সী এক যুবকের ওপর হামলা, অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় গ্রামবাসী, পুলিশ ও বিএসএফ সীমান্ত এলাকা থেকে সন্দেহভাজনদের আটক করে।
শনিবার আটক হওয়া চারজন হলেন—জামালপুরের জাহাঙ্গীর আলম ও মারুফুর রহমান, নারায়ণগঞ্জের সায়েন হোসেন এবং কুমিল্লার মাহফুজ রহমান। তাদের মধ্যে মারুফুর রহমান নিজেকে পুলিশ কনস্টেবল দাবি করেছেন। রবিবার গিলাগোড়া গ্রাম থেকে গ্রামবাসীর সহায়তায় মোবারক মিয়াকে আটক করা হয়েছে।
মেঘালয় পুলিশের বরাত দিয়ে জানানো হয়েছে, অভিযান থেকে বাংলাদেশ পুলিশের আইডি কার্ড, হাতকড়া, পিস্তলের হোলস্টার, রেডিও সেট, মোবাইল ফোন, মুখোশ, কুঠার, তার কাটার যন্ত্র এবং বাংলাদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ভারতীয় আইনে অবৈধ অনুপ্রবেশ ও সশস্ত্র হামলার অভিযোগে মামলা হয়েছে এবং তাদের আদালতে তোলা হবে।
মতামত দিন