ভারতের মণিপুরে ফের অগ্নিগর্ভ: কারফিউ-ইন্টারনেট বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক ॥ মণিপুরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। শনিবার থেকে রাজ্যের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যা দ্রুত সহিংসতায় রূপ নেয়। ইম্ফলের কিছু এলাকায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে তীব্র সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য প্রশাসন কয়েকটি জেলায় কারফিউ জারি করেছে এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেছে।বিষ্ণুপুর, ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, থৌবল ও কাকচিং জেলায় পাঁচজনের বেশি লোকের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। প্রশাসনের বক্তব্য, কিছু গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে উত্তেজনা ছড়াচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করছে। ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিভ্রান্তিকর বার্তা ও সহিংস ভিডিও ছড়ানো ঠেকাতে।
এই অশান্তির সূত্রপাত হয় আরামবাই টেংগোল গোষ্ঠীর পাঁচ সদস্যের গ্রেপ্তারের পর। অভিযোগ রয়েছে, মেইতেই সম্প্রদায়ের কিছু লোক পশ্চিম ইম্ফলের একটি পুলিশ পোস্টে হামলা চালায়। তাদের গ্রেপ্তারকে কেন্দ্র করেই শুরু হয় বিক্ষোভ। গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তির দাবিতে রাস্তায় নামেন বিক্ষোভকারীরা। তারা টায়ার পোড়ায়, রাস্তা অবরোধ করে এবং কিছু এলাকায় গুলিবর্ষণের খবরও পাওয়া যায়।
সংঘর্ষে পুলিশের গুলিতে দুই সাংবাদিকসহ তিনজন আহত হয়েছেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তারকৃত নেতা কানন সিংয়ের মুক্তির দাবিতে কিছু যুবক শরীরে পেট্রোল ঢেলে আত্মহত্যার হুমকি দিচ্ছেন। কানন সিং ২০২৪ সালে এক পুলিশ কর্মকর্তার বাড়িতে হামলা ও অপহরণের ঘটনায় প্রধান সন্দেহভাজন।
গত এক বছর ধরে মণিপুরে সম্প্রদায়গত সংঘাত ও অস্থিরতা চলছে। প্রশাসনের প্রতি আস্থাহীনতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বারবার সহিংসতা ডেকে আনছে। নতুন করে এই সংঘাত রাজ্যকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে।
মতামত দিন