ভারতের উত্তরাখণ্ডে হেলিকপ্টার দুর্ঘটনায় তীর্থযাত্রীসহ নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক ॥ ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডে আবারও হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। রোববার ভোর ৫টা ২০ মিনিটে পবিত্র কেদারনাথ ধাম থেকে গুপ্তকাশীর পথে উড্ডয়ন করা একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ সাতজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ছয়জন তীর্থযাত্রী ও একজন শিশু রয়েছে। তারা কেদারনাথ থেকে পূজা শেষ করে ফিরছিলেন।দুর্ঘটনাটি ঘটে মাত্র ১০ মিনিট উড্ডয়নের পর, গৌরীকুণ্ড ও সোনপ্রয়াগের মাঝামাঝি একটি জঙ্গলে। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা বিকট শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে প্রশাসনের উদ্ধারকারী দল এসে উদ্ধার তৎপরতা শুরু করে। তবে বিমানের ধ্বংসাবশেষ দেখে বোঝা যায়, কেউই বেঁচে নেই।
বিধ্বস্ত হেলিকপ্টারটি আরিয়ান এভিয়েশনের মালিকানাধীন ছিল এবং এটি কেদারনাথ থেকে যাত্রী নিয়ে গুপ্তকাশীর দিকে যাচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি অথবা খারাপ আবহাওয়া এই দুর্ঘটনার জন্য দায়ী হতে পারে। আবহাওয়ার অবনতি ও ঘন কুয়াশার কারণে বর্ষা মৌসুমে ওই অঞ্চলে হেলিকপ্টার চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
উত্তরাখণ্ডের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, হেলিকপ্টারে সাতজন আরোহী ছিলেন এবং তাদের মধ্যে কেউই বেঁচে নেই। পাইলট ছিলেন একজন অভিজ্ঞ কর্মকর্তা, তবে তিনি খারাপ আবহাওয়ায় উড্ডয়ন করতে বাধ্য হন বলে ধারণা করা হচ্ছে।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, “এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে হেলিকপ্টার পরিষেবার নিরাপত্তা আরও জোরদার করা হবে।” তিনি বিষয়টি গুরুত্ব সহকারে তদন্তের নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, কেদারনাথ মন্দির খোলার পর মাত্র ছয় সপ্তাহে এটি পঞ্চম হেলিকপ্টার দুর্ঘটনা। এর ফলে হেলিকপ্টার পরিষেবার মান, নিরাপত্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। দেশজুড়ে শোক ও ক্ষোভের আবহ বিরাজ করছে।
এই দুর্ঘটনার মাত্র তিন দিন আগেই গুজরাটে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ২৭০ জনের মৃত্যু ঘটে। সেই দুঃসংবাদ এখনও জাতির মন থেকে না মুছতেই ফের আরেকটি প্রাণঘাতী দুর্ঘটনা ঘটল।
মতামত দিন