প্রধানমন্ত্রীর পর এবার প্রেসিডেন্টেরও পদত্যাগ, নতুন রাজনৈতিক অচলাবস্থা নেপালে
আন্তর্জাতিক ডেস্ক ॥ প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগের একদিন পর নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌদেলও পদত্যাগ করেছেন বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এতে দেশটির রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হয়েছে।সাম্প্রতিক সময়ে নেপালে সরকারবিরোধী আন্দোলন চরম আকার ধারণ করে। অলি সরকারের সিদ্ধান্তে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করার পর থেকেই জেন-জেড বা তরুণ প্রজন্ম রাস্তায় নেমে আসে। তারা শুধু ডিজিটাল অধিকার নয়, বরং দুর্নীতি ও স্বৈরশাসনের অবসান চেয়ে আন্দোলনে অংশ নেয়।
রাজধানী কাঠমাণ্ডু, পোখরা, বিরাটনগর, ইতাহারিসহ সাতটি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সরকারি কঠোর অবস্থানের কারণে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন চার শতাধিক মানুষ।
বিক্ষুব্ধরা শুধু সড়কে নেমেই ক্ষোভ প্রকাশ করেনি, বরং হামলা চালিয়েছে নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়, বিভিন্ন মন্ত্রী ও রাজনৈতিক নেতাদের বাসভবনে।
অলি সরকারের পতনের পরও পরিস্থিতি শান্ত হয়নি। বরং প্রেসিডেন্টের পদত্যাগে রাজনৈতিক অচলাবস্থা আরও গভীর হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এটি নেপালের সাম্প্রতিক ইতিহাসে এক বড় রাজনৈতিক মোড়।
নেপালের তরুণরা আন্দোলনকে ‘নতুন প্রজন্মের গণঅভ্যুত্থান’ বলে আখ্যা দিচ্ছে। তারা বলছে, কেবল সরকারের পরিবর্তন নয়, বরং রাষ্ট্রে স্বচ্ছতা, জবাবদিহি ও গণতন্ত্রের প্রকৃত প্রতিষ্ঠা চাই।
আন্তর্জাতিক মহলও নেপালের রাজনৈতিক সংকট ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। দেশটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে শিগগিরই অন্তর্বর্তী সরকার গঠন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মতামত দিন