পেহেলগামে হামলায় ২৬ নিহত, কাশ্মীরে উত্তেজনা
আন্তর্জাতিক ডেস্ক ॥ ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। মঙ্গলবার এই হামলা ঘটে এবং নিহতদের অধিকাংশই পর্যটক হিসেবে সেখানে অবস্থান করছিলেন বলে প্রাথমিকভাবে জানা যায়। তবে এই ঘটনার পর পুরো অঞ্চলজুড়ে নতুন করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।কাশ্মীরভিত্তিক সশস্ত্র গোষ্ঠী দ্য রেজিসটেন্স ফোর্স (টিআরএফ) এই হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটি বুধবার প্রকাশিত এক বিবৃতিতে জানায়, তারা সাধারণ পর্যটকদের নয়, বরং ভারতীয় নিরাপত্তা বাহিনীর গোপন সদস্যদের লক্ষ্য করেই হামলা চালিয়েছে। টিআরএফ-এর দাবি অনুযায়ী, নিহতরা পর্যটকের ছদ্মবেশে কাশ্মীরে প্রবেশ করে গোয়েন্দা তৎপরতায় নিযুক্ত ছিলেন।
বিবৃতিতে আরও বলা হয়, তারা কাশ্মীরে নিজেদের কার্যক্রম আরও জোরদার করবে এবং এই ধরনের হামলা অব্যাহত থাকবে। নয়াদিল্লির উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে গোষ্ঠীটি জানায়, কেন্দ্রীয় সরকারের ‘প্রশ্নবিদ্ধ’ কাশ্মীর নীতির জবাব তারা ভবিষ্যতেও একই কৌশলে দিয়ে যাবে।
টিআরএফ আরও দাবি করে, এই হামলার লক্ষ্য ছিল কেবল ভারত সরকারের ওপর নয়, বরং সেই সব পক্ষ যারা সরকারের কাশ্মীর নীতিকে সমর্থন করছে। আগাম হুমকির ভাষায় তারা বলে, ভবিষ্যতে আরও বড় আকারের প্রতিরোধের জন্য প্রস্তুত থাকতে হবে।
ভারত সরকার এখনও পর্যন্ত টিআরএফের দাবি বা বিবৃতির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই হামলার পর কাশ্মীর নিয়ে ভারতের নিরাপত্তা কৌশলে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে।
হামলার পরদিন বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বৈঠকে পাকিস্তানের প্রতি পরোক্ষ ইঙ্গিত দিয়ে দেশটির বিরুদ্ধে পাঁচটি কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসব সিদ্ধান্তের মধ্যে সীমান্তে নজরদারি বাড়ানো, গোয়েন্দা তৎপরতা জোরদার করা এবং কাশ্মীরে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি আরও শক্তিশালী করা অন্তর্ভুক্ত। পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক চাপ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।
এই ঘটনার পর পেহেলগাম ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পর্যটকদের চলাচলের ওপর আংশিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্কতায় মোতায়েন রয়েছে।
মতামত দিন