পুতিন-ট্রাম্পের ইতিবাচক বৈঠক হলেও অমীমাংসিত রইলো বড় ইস্যু
আন্তর্জাতিক ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কয়েক ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে ট্রাম্প একে ‘ইতিবাচক’ হিসেবে আখ্যায়িত করলেও কোনো চুক্তি বা যুদ্ধবিরতির ঘোষণা আসেনি। ফলে বৈঠকটিকে অনেকেই সম্ভাবনাময় সূচনা হিসেবে দেখছেন, তবে ফলাফল এখনও অনিশ্চিত।সংবাদ সম্মেলনে পুতিন জানান, তারা নানা বিষয়ে সহমত পোষণ করেছেন, যদিও বিস্তারিত প্রকাশ করেননি। তিনি বলেন, ইউক্রেনে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে হামলার মূল কারণগুলো সমাধান করতে হবে। পুতিন বৈঠকটিকে শুধু ইউক্রেন সমস্যার সমাধানের একটি ধাপ নয়, বরং যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ব্যবসায়িক এবং বাস্তবসম্মত সম্পর্ক পুনঃস্থাপনের একটি পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন।
পুতিন আরও মন্তব্য করেন, যদি জো বাইডেন প্রেসিডেন্ট থাকতেন, তবে ইউক্রেনে হামলার পরিস্থিতি ভিন্ন হতে পারত। তিনি মনে করেন, ট্রাম্পের সঙ্গে আলোচনার মাধ্যমেই ভিন্ন ধরনের সমাধানের সুযোগ তৈরি হতে পারে।
অন্যদিকে ট্রাম্প বলেন, তারা বেশ কিছু বিষয়ে একমত হলেও গুরুত্বপূর্ণ কিছু বিষয় এখনও অমীমাংসিত রয়ে গেছে। তিনি জানান, বৈঠকে অগ্রগতি হয়েছে, তবে কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কার্যকর কোনো চুক্তি হবে না। তিনি প্রতিশ্রুতি দেন, ন্যাটো, সংশ্লিষ্ট দেশসমূহ এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বৈঠকের ফলাফল জানাবেন।
সংবাদ সম্মেলনের শেষে পুতিন ট্রাম্পকে মস্কো সফরের আমন্ত্রণ জানান। ট্রাম্প এ বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়ে বলেন, ভবিষ্যতে মস্কোতে তাদের বৈঠক হতে পারে। তবে এ বৈঠকে কোনো সাংবাদিকের প্রশ্নের উত্তর দেননি দুই নেতা। ফলে আলোচনার বিস্তারিত সীমিতই থেকে গেছে।
আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, বৈঠকটি যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ক উন্নয়ন ও ইউক্রেন যুদ্ধ সমাধানের একটি সম্ভাব্য সূচক। তবে কার্যকর চুক্তি না হওয়ায় বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি এখনও অনিশ্চয়তায় রয়ে গেছে।
মতামত দিন