আন্তর্জাতিক

পাকিস্তান-ইরান সীমান্ত বন্ধ, উদ্বেগে দুই দেশের জনগণ

আন্তর্জাতিক ডেস্ক ॥ পাকিস্তান ইরানের সঙ্গে যুক্ত সব সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। সোমবার এই সিদ্ধান্ত কার্যকর হয় বলে নিশ্চিত করেছেন বেলুচিস্তান প্রদেশের প্রশাসনিক কর্মকর্তারা। সীমান্তবর্তী পাঁচটি জেলা—চাগাই, ওয়াশুক, পাঞ্জগুর, কেচ ও গাদারের সঙ্গে ইরানের সংযোগ আপাতত বিচ্ছিন্ন রয়েছে। যদিও বাণিজ্যিক কার্যক্রম এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত নয়, তবুও সাধারণ যাতায়াতে পড়েছে বড় প্রভাব।

চাগাই জেলার এক সীমান্ত চৌকির কর্মকর্তা আতাউল মুনিম জানান, "সাধারণ যাতায়াত বন্ধ থাকলেও যারা ইরানে অবস্থান করছেন, তারা নিজ দেশে ফিরে আসতে পারবেন। আজকের মধ্যে প্রায় ২০০ পাকিস্তানি শিক্ষার্থী দেশে ফিরবে বলে আশা করছি।" সীমান্ত বন্ধের প্রকৃত কারণ নিয়ে সরকারি কোনো বিস্তারিত ব্যাখ্যা না আসলেও, সাম্প্রতিক উত্তেজনাময় পরিস্থিতি এর পেছনে কারণ বলে ধরা হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, সীমান্ত বন্ধের মতো সিদ্ধান্ত যদিও সাময়িক, তবুও এটি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।

মতামত দিন