নেপাল উদাহরণ, এবার পশ্চিমবঙ্গে গণ-অভ্যুত্থান আহ্বান!
আন্তর্জাতিক ডেস্ক ॥ নেপালের গণ-অভ্যুত্থান ও দুর্নীতিবিরোধী আন্দোলনের উদাহরণ বাংলার তরুণদের জন্য নাকি অনুপ্রেরণা—এমন মন্তব্য করেছেন বিজেপির সাবেক সাংসদ অর্জুন সিং। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, অর্জুন সিং বাংলার যুবসমাজকে নেপালের ন্যায় গণ-অভ্যুত্থান করে দুর্নীতিগ্রস্ত সরকার পতনের আহ্বান জানিয়েছেন।অর্জুন সিংয়ের এ উসকানিমূলক বক্তব্য রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে। অভিযোগ উঠেছে, তিনি হিংসা উসকে দিচ্ছেন এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিরাপত্তার ওপর হুমকিও দিয়েছেন। ইতিমধ্যেই সাবেক সাংসদের বিরুদ্ধে একাধিক থানায় মামলা দায়ের হয়েছে। তবে অর্জুন সিং এ অভিযোগকে অগ্রাহ্য করে অনড় রয়েছেন।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এ বিষয়ে কড়া সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, “প্রতিবেশী দেশের অশান্তি কাজে লাগিয়ে কেউ রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে। সকলকে সতর্ক থাকতে হবে।”
অন্যদিকে, বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য অর্জুন সিংয়ের বক্তব্যকে সমর্থন করেছেন। তিনি বলেন, নেপাল থেকে বাংলাদেশের সীমান্ত দীর্ঘ, সীমান্ত রক্ষা এবং রাজ্যের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের আরও নজর দেওয়া প্রয়োজন।
রাজ্য রাজনীতিতে এই ঘটনার প্রভাব বিশ্লেষকরা পর্যবেক্ষণ করছেন। তাঁরা বলছেন, যদি বাংলার যুবসমাজের মধ্যে নেপালের ন্যায় আন্দোলনের আবেগ বৃদ্ধি পায়, তা রাজনৈতিক অস্থিতিশীলতার সূচনা করতে পারে।
মতামত দিন