আন্তর্জাতিক

নেপালে জেন-জি বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক ॥ নেপালে দুর্নীতি ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধের প্রতিবাদে শুরু হওয়া তরুণ প্রজন্মের আন্দোলন ভয়াবহ রূপ নিয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানী কাঠমান্ডুতে বিক্ষোভ চলাকালে পুলিশের গুলিতে কমপক্ষে ১৪ জন প্রাণ হারান। প্রশাসন জরুরি পরিস্থিতি মোকাবিলায় শহরের বিভিন্ন এলাকায় কারফিউ জারি করেছে।

জাতীয় ট্রমা সেন্টারের চিকিৎসক দীপেন্দ্র পান্ডে জানিয়েছেন, গুরুতর আহত অন্তত ১০ জনের মাথা ও বুকে গুলি লেগেছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। বানেশ্বরের এভারেস্ট হাসপাতালে ৫০ জনের বেশি বিক্ষোভকারী চিকিৎসাধীন আছেন, যাদের মধ্যে অন্তত চারজনকে আশঙ্কাজনক বলা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আন্দোলনকারীরা সরকারি দুর্নীতির বিরুদ্ধে শ্লোগান দিতে দিতে ব্যারিকেড অতিক্রম করে অগ্রসর হচ্ছিল। তাদের থামাতে পুলিশ প্রথমে জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে গুলি চালানো হয়। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।

প্রতিবেদনে আরও বলা হয়, হাজার হাজার তরুণ এই বিক্ষোভে যোগ দিয়েছেন। সরকারের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে মূলত ব্যাপক দুর্নীতি এবং ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, স্ন্যাপচ্যাটসহ ২৬টি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ওপর নিষেধাজ্ঞা জারির কারণে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আরও অস্থিরতা ঠেকাতে এবং গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা সুরক্ষিত রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে পরিস্থিতি দ্রুত শান্ত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না, বরং দেশের প্রধান প্রধান শহরে আন্দোলন ছড়িয়ে পড়ছে।

মতামত দিন