নেপালে জেন-জি বিক্ষোভে নিহতের সংখ্যা বাড়ছে, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক ॥ নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধকরণ ও দুর্নীতির বিরুদ্ধে তরুণ প্রজন্মের আন্দোলন ভয়াবহ আকার ধারণ করেছে। সোমবার রাজধানী কাঠমান্ডুসহ দেশের বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শত শত মানুষ।জেনারেশন-জি তরুণদের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন অল্প সময়ে জাতীয় সংকটে পরিণত হয়েছে। কাঠমান্ডুতে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান, রাবার বুলেট ও টিয়ার গ্যাস ব্যবহার করেছে। সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করা সত্ত্বেও সহিংসতা থামেনি।
রাজধানীর ঘটনাস্থলগুলোতে শিক্ষার্থী ও তরুণদের দাপটে পুরো শহর অচল হয়ে পড়ে। বিক্ষোভকারীরা সরকারের দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে শ্লোগান দেন এবং সামাজিক মাধ্যম চালুর দাবি জানান। তাদের অভিযোগ, শর্মা সরকার দুর্নীতির দায় এড়াতে এবং ভিন্নমত দমনে জনগণের কণ্ঠরোধ করছে।
বিক্ষোভে হতাহতের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক নৈতিক দায় স্বীকার করে পদত্যাগ করেছেন। সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। বিশ্লেষকদের মতে, এ পদত্যাগ শর্মা সরকারের জন্য বড় ধরনের ধাক্কা।
এদিকে আন্তর্জাতিক মহল নেপালের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দেশটির মানবাধিকার সংগঠনগুলো সহিংসতা বন্ধের দাবি জানিয়েছে। রাজনৈতিক অস্থিরতা কোন পথে যাবে, তা নিয়ে এখন অনিশ্চয়তায় সাধারণ মানুষ।
মতামত দিন