নেতানিয়াহুর স্বপ্ন: মিসর-জর্ডানসহ বৃহত্তর ইসরায়েল গঠন
আন্তর্জাতিক ডেস্ক ॥ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বীকার করেছেন যে, তিনি বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠার ধারণার সঙ্গে ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে গভীরভাবে যুক্ত। সম্প্রতি আই-২৪ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ঐতিহাসিক ও আধ্যাত্মিকভাবে এটি তার জীবনের একটি মিশন। এই পরিকল্পনায় ফিলিস্তিন, জর্ডান ও মিশরের কিছু অংশ বর্তমান ইসরায়েলের সঙ্গে যুক্ত হবে।সাক্ষাৎকার চলাকালে উপস্থাপক শ্যারন গাল নেতানিয়াহুকে একটি বিশেষ তাবিজ উপহার দেন, যাতে ‘প্রতিশ্রুত ভূমির মানচিত্র’ খোদাই ছিল। এ মানচিত্রটি বৃহত্তর ইসরায়েলের পরিসরকে চিত্রিত করে। গাল নিজেও একসময় ইসরায়েলি পার্লামেন্টের ডানপন্থি সদস্য ছিলেন, যা এই সাক্ষাৎকারের রাজনৈতিক তাৎপর্য বাড়িয়ে দেয়।
বৃহত্তর ইসরায়েলের ধারণা আবার আলোচনায় আসে ২০২৩ সালে, যখন গাজায় স্থল অভিযান এবং লেবাননে সামরিক পদক্ষেপ চলছিল। কিছু সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হয়, ইসরায়েলি সেনাদের ইউনিফর্মে বৃহত্তর ইসরায়েলের মানচিত্র সংবলিত ব্যাজ দেখা গেছে।
এই মানচিত্রের মধ্যে জর্ডান, ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, ইরাক ও মিশরের অংশ অন্তর্ভুক্ত থাকায় আরব বিশ্বের অনেকেই এটিকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে দেখছেন। উগ্র ইহুদিবাদীদের মতে, এই অঞ্চল ‘এরিটজ ইসরায়েল’ বা ‘পবিত্র ভূমি’র অন্তর্গত, যা আধুনিক ইসরায়েলের সীমানার চেয়ে অনেক বিস্তৃত।
মতামত দিন