আন্তর্জাতিক

দোহায় ইসরায়েলি হামলায় ছয়জন নিহত, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক ॥ কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের বিমান হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ছয়জন। নিহতদের মধ্যে পাঁচজন ফিলিস্তিনি সংগঠন হামাসের সঙ্গে যুক্ত ছিলেন এবং একজন কাতারের নিরাপত্তা বাহিনীর সদস্য। বুধবার বিবিসি এই তথ্য জানায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে দোহায় উত্তর কাতারা এলাকায় হঠাৎ একাধিক বিস্ফোরণে আকাশ কেঁপে ওঠে। ইসরায়েলি বিমান বাহিনীর অন্তত ১৫টি যুদ্ধবিমান এই হামলায় অংশ নেয়। মাত্র ১০ মিনিট স্থায়ী অভিযানে লক্ষ্যবস্তু ছিল একটি আবাসিক ভবন, যেখানে হামাস নেতারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি খসড়া নিয়ে বৈঠক করছিলেন।

হামাস দাবি করেছে, হামলার উদ্দেশ্য ছিল সংগঠনের শীর্ষ নেতা খলিল আল হায়া ও জাহের জাবারিনকে হত্যা করা। তবে তারা অক্ষত রয়েছেন। সংগঠনটি এক বিবৃতিতে এই হামলাকে “ঘৃণ্য অপরাধ” এবং “আন্তর্জাতিক আইনের লঙ্ঘন” বলে উল্লেখ করেছে। তাদের মতে, ইসরায়েল শান্তি প্রক্রিয়া ভণ্ডুল করার জন্য ইচ্ছাকৃতভাবে এই আক্রমণ চালিয়েছে।

অন্যদিকে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছয়জন নিহত এবং কয়েকজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে তারা হামাসের নাম উল্লেখ করেনি। কাতার সরকার এ হামলাকে “কাপুরুষোচিত” আখ্যা দিয়ে কঠোর নিন্দা জানিয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানায়, হামলার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় আকাশ ঢেকে যায় এবং মানুষ নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হয়। বেসামরিক এলাকায় এ ধরনের হামলা চালানোয় ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ মানুষ।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তাদের মূল লক্ষ্য ছিল হামাস নেতৃত্বকে নির্মূল করা। তবে আন্তর্জাতিক মহল আশঙ্কা করছে, এই হামলা মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে দেবে। পর্যবেক্ষকদের মতে, ঘটনাটি কেবল হামাস নয়, কাতার-ইসরায়েল সম্পর্ককেও নতুন জটিলতার মুখে ঠেলে দিতে পারে।

মতামত দিন