আন্তর্জাতিক

দিল্লি-মুম্বাই হাইকোর্টে বোমা হামলার হুমকি, তোলপাড়

আন্তর্জাতিক ডেস্ক ॥ ভারতের দুই গুরুত্বপূর্ণ হাইকোর্ট— দিল্লি ও মুম্বাই— শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে আকস্মিকভাবে বোমা হামলার হুমকির মুখে পড়ে। পৃথক দুটি ই-মেইলের মাধ্যমে জানানো এই হুমকির পরপরই আদালত চত্বর খালি করে তল্লাশি শুরু হয়।

প্রতিবেদন অনুযায়ী, আদালতের শুনানি শুরু হতেই দিল্লি হাইকোর্টের অফিসিয়াল মেইল ঠিকানায় হুমকি বার্তা পৌঁছায়। দুপুর ২টার পর তিনটি বিস্ফোরণের হুমকি দেওয়া হয় তাতে। কিছুক্ষণ পর একই ধরনের ই-মেইল পৌঁছে যায় মুম্বাই হাইকোর্টেও। খবরটি ছড়িয়ে পড়তেই আদালত কক্ষে হুড়োহুড়ি শুরু হয়। বিচারক, আইনজীবীসহ সবাই দ্রুত বেরিয়ে যান।

দিল্লি পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আদালত ভবন ঘিরে ফেলে। বোম্ব স্কোয়াড এনে প্রতিটি কক্ষ ও আশপাশের এলাকা তল্লাশি শুরু হয়। একইভাবে মুম্বাই হাইকোর্টেও পুলিশ ও বোম্ব স্কোয়াড নিরাপত্তা জোরদার করে।

পুলিশ জানায়, ই-মেইলের বিষয়বস্তু হিন্দিতে লেখা হলেও বাকি অংশ ইংরেজিতে লেখা। এতে হামলার নির্দিষ্ট সময়ও উল্লেখ ছিল। এখন প্রেরকের আইপি অ্যাড্রেস শনাক্তের কাজ চলছে। আদালতের কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে।

এ ঘটনায় দিল্লি ও মুম্বাইয়ের আইনজীবী মহলে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আদালতে নিয়মিত কার্যক্রম স্থগিত থাকবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এর আগে গত ৯ সেপ্টেম্বরও দিল্লির মুখ্যমন্ত্রীর সচিবালয় ও মৌলানা আজাদ মেডিকেল কলেজ একই ধরনের ই-মেইল হুমকি পেয়েছিল, যা পুলিশ ভুয়া বলে প্রমাণ করে। ফলে সাম্প্রতিক এই হুমকি আরও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

মতামত দিন