আন্তর্জাতিক

দক্ষিণ এশিয়ায় শান্তি আনতে ঢাকা-ইসলামাবাদ একমত

আন্তর্জাতিক ডেস্ক ॥ পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী ২৩ আগস্ট ঢাকা সফরে আসছেন। এ সফরকে চলমান সময়ে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের দ্রুত অগ্রগতি ও উষ্ণতার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন রাজনৈতিক টানাপোড়েনের পর সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে নতুন করে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের জোরদার প্রবণতা দেখা দিচ্ছে।

ইসহাক দারের সফরের অংশ হিসেবে তিনি বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় দুই দেশের পারস্পরিক সহযোগিতা বাড়ানো, ভিসামুক্ত প্রবেশের নীতিগত চুক্তির বাস্তবায়ন এবং বাণিজ্যিক সম্পর্ক বিস্তারের বিষয়গুলো প্রাধান্য পাবে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। উল্লেখযোগ্য যে, চলতি বছরের এপ্রিলেও তার ঢাকায় আসার কথা ছিল, তবে ভারতের সঙ্গে উত্তেজনার কারণে সফর স্থগিত হয়েছিল।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭১ সালের বিচ্ছেদের পরবর্তী কয়েক দশক দুই দেশের সম্পর্ক জটিল অবস্থায় ছিল। তবে গত বছরের আগস্টে গণঅভ্যুত্থানের পর সম্পর্কের নতুন ধারা সূচিত হয়। এ সময়ে উভয় দেশের মধ্যে বাণিজ্য, কূটনীতি এবং সামরিক সহযোগিতায় অগ্রগতি হয়েছে। সাম্প্রতিককালে পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালোচ ঢাকায় আসেন, মার্চে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনালাপ করেন এবং ফেব্রুয়ারিতে পাকিস্তান থেকে ৫০ হাজার টন চাল আমদানি হয়।

এছাড়া গত নভেম্বরে কয়েক দশকের মধ্যে প্রথমবার করাচি থেকে চট্টগ্রামে সরাসরি কনটেইনার জাহাজ এসে পৌঁছে, যা বাণিজ্যে এক নতুন অধ্যায় সূচিত করে। দুই দেশের সেনাবাহিনীও “টেকসই অংশীদারিত্ব” বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেছে।

কূটনৈতিক মহল মনে করছে, ইসহাক দারের আসন্ন সফর শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, বরং সমগ্র দক্ষিণ এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।

মতামত দিন