ট্রাম্পও ইরানে হামলার দায় এড়াতে পারেন না: ক্লিনটনের ইঙ্গিত
আন্তর্জাতিক ডেস্ক ॥ সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন সম্প্রতি এক বিস্ফোরক মন্তব্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আজীবন ক্ষমতায় থাকার কৌশল হিসেবে ইরানের সঙ্গে ইচ্ছাকৃতভাবে উত্তেজনা বাড়ানোর অভিযোগ এনেছেন। জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘দ্য ডেইলি শো’-তে বক্তব্য দিতে গিয়ে ক্লিনটন এই মন্তব্য করেন, যা ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।ক্লিনটন বলেন, “গত দুই দশকের অধিকাংশ সময়জুড়ে নেতানিয়াহু ইসরায়েলি রাজনীতির প্রধান চরিত্র ছিলেন। এই সময়ের মধ্যে তিনি ইরানকে একটি স্থায়ী হুমকি হিসেবে উপস্থাপন করে আসছেন, যেন যুদ্ধের ভয় দেখিয়ে নিজের রাজনৈতিক ভিত্তি মজবুত রাখতে পারেন।” তিনি ইঙ্গিত দেন, নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার পরিবেশ জিইয়ে রেখে নিজেকে দেশটির একমাত্র রক্ষাকর্তা হিসেবে প্রতিষ্ঠা করতে চান।
এই অভিযোগের প্রেক্ষাপটে সাবেক প্রেসিডেন্ট ক্লিনটন বর্তমান মার্কিন প্রশাসনের ভূমিকাও প্রশ্নবিদ্ধ করেন। তিনি বলেন, বিশেষ করে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার রাজনৈতিক বলয়ের উচিত ছিল এই উত্তেজনা প্রশমন করার জন্য আরও কার্যকর ভূমিকা পালন করা। “তারা সক্রিয় হলে হয়তো এই সংঘাতমূলক আবহ কিছুটা হলেও কমতো,” মন্তব্য করেন তিনি।
ক্লিনটনের মতে, নেতানিয়াহু এবং ট্রাম্প কেউই সরাসরি যুদ্ধ চান না, তবে তারা রাজনৈতিক সুবিধার জন্য ‘উত্তেজনা’কে একটি উপকরণ হিসেবে ব্যবহার করে থাকেন। তিনি সতর্ক করেন, এই প্রবণতা শুধু ইসরায়েল বা ইরান নয়, গোটা মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীলতা এবং সংঘাতের দিকে ঠেলে দিতে পারে।
এছাড়া ক্লিনটন মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “মার্কিন ঐতিহ্য বলে, আমরা আমাদের মিত্রদের পাশে থাকি। তাদের নিরাপত্তার ব্যাপারে যুক্তরাষ্ট্র সবসময় সচেষ্ট থাকবে।” তিনি আহ্বান জানান, ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাতের আশঙ্কা কমাতে এবং আঞ্চলিক শান্তি রক্ষা করতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার।
বিশ্লেষকদের মতে, ক্লিনটনের এই বক্তব্য নেতানিয়াহুর রাজনৈতিক কৌশল ও নীতির উপর নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। ইরানকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে আঞ্চলিক ও অভ্যন্তরীণ সমর্থন নিশ্চিত করার প্রচেষ্টা এখন খোলামেলা আলোচনার বিষয় হয়ে উঠেছে। যদিও এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।
মতামত দিন