আন্তর্জাতিক

জয় বাংলায় ক্ষিপ্ত শুভেন্দু, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক ॥ আরও একবার স্লোগান নিয়ে উত্তপ্ত হয়ে উঠল পশ্চিমবঙ্গের রাজনীতি। হুগলির হেলান এলাকায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িবহর লক্ষ্য করে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় শুরু হয় তীব্র বিতর্ক।

শেখ মঈদুল নামের এক তৃণমূল কর্মীর স্লোগান শুনে শুভেন্দু গাড়ি থামিয়ে নামেন এবং পাল্টা ‘জয় শ্রীরাম’ বলেন। এরপরের ঘটনাক্রম আরও উত্তপ্ত—শারীরিকভাবে তেড়ে যাওয়া, গালিগালাজ এবং কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপ।

শুভেন্দু তৃণমূল কর্মীকে “পাকিস্তানি” এবং “রোহিঙ্গা” বলে গালমন্দ করেন, এমনকি বলেন “চামড়া তুলে নেব।” পাল্টা মঈদুলও বলেন, “আপনি নিজেই রোহিঙ্গা।”

তৃণমূল কংগ্রেস নেতারা এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করে দাবি করছেন, শুভেন্দু এখন বাংলার মানুষকে ভয় পান। বিজেপি পাল্টা দাবি করেছে, ‘জয় বাংলা’ স্লোগান আসলে বাংলাদেশের, পশ্চিমবঙ্গে তা কখনোই গ্রহণযোগ্য নয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে রাজ্যে সাম্প্রদায়িক ও স্লোগানকেন্দ্রিক উত্তেজনা বাড়াতে পারে এমন ঘটনাগুলিই বারবার সামনে আনা হচ্ছে। তবে এ ধরণের আচরণে রাজনীতির পরিবেশ আরও ঘোলাটে হয়ে উঠছে।

মতামত দিন