চীনের ওপর ২০০ শতাংশ শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছেন। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি হুঁশিয়ারি দেন, যুক্তরাষ্ট্রকে আরও বেশি ম্যাগনেট সরবরাহ না করলে চীনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, দুর্লভ খনিজ ও ম্যাগনেটকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে। এসব উপাদান আধুনিক প্রযুক্তি শিল্পের জন্য অপরিহার্য, বিশেষ করে সেমিকন্ডাক্টর চিপ, স্মার্টফোন এবং উন্নত ইলেকট্রনিক যন্ত্রাংশ তৈরিতে এর ব্যাপক ব্যবহার রয়েছে। বর্তমানে বৈশ্বিক ম্যাগনেট বাজারের প্রায় ৯০ শতাংশ নিয়ন্ত্রণ করে চীন।
গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র শুল্ক বাড়ানোর পর পাল্টা পদক্ষেপ হিসেবে চীন বেশ কিছু খনিজ রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপ করে। তবে জুলাই মাসে উল্টো চিত্র দেখা গেছে। চীনা কাস্টমসের তথ্য অনুযায়ী, জুনের তুলনায় জুলাইয়ে বিরল খনিজের রপ্তানি ৪ হাজার ৭০০ টনের বেশি বৃদ্ধি পেয়েছে।
এই পরিস্থিতিতে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি দুই দেশের মধ্যে বাণিজ্য উত্তেজনাকে আরও ঘনীভূত করেছে। বিশেষ করে এমন সময়ে এ ঘোষণা এলো, যখন ইন্টেল করপোরেশনে ১০ শতাংশ শেয়ার নেওয়ার ঘোষণা প্রকাশ পেয়েছে। বিশ্বের অন্যতম বৃহৎ সেমিকন্ডাক্টর উৎপাদনকারী এই কোম্পানি চীনের আমদানিকৃত খনিজের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।
গত মে মাসে যুক্তরাষ্ট্র ও চীন শুল্ক হার ১২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে আনার বিষয়ে সমঝোতায় পৌঁছেছিল। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তখনও ৩০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা ছিল। এর পরও ট্রাম্প সম্প্রতি একটি নির্বাহী আদেশে শুল্ক কার্যকরের সময়সীমা ৯০ দিন বাড়ান।
বিশ্লেষকরা বলছেন, দুই বৃহত্তম অর্থনীতির এই শুল্ক বিরোধ বৈশ্বিক প্রযুক্তি খাতকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। ট্রাম্পের নতুন শুল্ক হুঁশিয়ারি শুধু যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক নয়, বিশ্ববাজারেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
মতামত দিন