গাজায় ধ্বংসযজ্ঞ চলছে, ২৪ ঘণ্টায় ৫৪ নিহত
আন্তর্জাতিক ডেস্ক ॥ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর টানা হামলায় গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ৫৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫২ হাজার ৬০০ জনে। আহতের সংখ্যা ১ লাখ ১৮ হাজার ছাড়িয়েছে।মঙ্গলবার (৬ মে) আল জাজিরা ও আনাদোলুর পৃথক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
আল জাজিরা জানায়, সোমবার ইসরায়েলি বাহিনীর হামলায় গাজার বিভিন্ন অঞ্চলে অন্তত ৫৪ জন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে। একই সময়ে আরও ১১৯ জন আহত হয়েছেন বলে আনাদোলুর প্রতিবেদনে উল্লেখ করা হয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। নিরাপত্তা হুমকি ও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।
এদিকে গাজার মিডিয়া অফিস জানিয়েছে, অবরোধের কারণে হাসপাতালগুলো বন্ধ হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছেছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অধিকাংশ হাসপাতাল সেবা বন্ধ করে দিতে বাধ্য হবে। এতে হাজার হাজার অসুস্থ ও আহত মানুষের জীবন হুমকিতে পড়বে।
জাতিসংঘ জানায়, গাজার প্রায় ৮৫ শতাংশ বাসিন্দা ইতোমধ্যে বাস্তুচ্যুত হয়েছেন এবং অবকাঠামোর অধিকাংশ ধ্বংস হয়ে গেছে।
উল্লেখ্য, ২০২৩ সালের জানুয়ারিতে আন্তর্জাতিক চাপে ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হলেও চলতি বছরের মার্চ থেকে আবারও বিমান হামলা শুরু করে। নতুন করে চালানো এই হামলায় গত ১৮ মার্চ থেকে এখন পর্যন্ত প্রায় ২ হাজার ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গাজার ওপর এই নিরবচ্ছিন্ন হামলার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগ আনা হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, এটি মানবতার বিরুদ্ধে এক ভয়াবহ অপরাধ।
মতামত দিন