গাজায় তীব্র হামলা, একদিনে নিহত ১০৫ ফিলিস্তিনি
আন্তর্জাতিক ডেস্ক ॥ গাজায় ইসরাইলি বাহিনীর হামলা ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) একদিনেই অন্তত ১০৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী, শিশু ও ত্রাণের সন্ধানে বের হওয়া সাধারণ মানুষ রয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজার সবচেয়ে বড় নগরকেন্দ্র গাজা সিটিকে ইসরাইল দখলের লক্ষ্যে টার্গেট করেছে।দক্ষিণ গাজার খান ইউনিসের নিকটবর্তী আল-মাওয়াসি এলাকায় ড্রোন হামলায় সাতজন শিশুসহ বহু মানুষ নিহত হন। প্রত্যক্ষদর্শীদের মতে, তারা খাদ্য ও ত্রাণের খোঁজে ছিলেন। ঘনবসতিপূর্ণ এ অঞ্চলে প্রতিনিয়ত বিমান হামলা চলছে, ফলে আশ্রয়ের খোঁজে থাকা মানুষজন চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।
আল জাজিরার সাংবাদিক হিন্দ খুদারি জানিয়েছেন, গাজার মানুষ যেন খাঁচায় বন্দি। তারা চলাফেরা করলেও হামলা তাদের পিছু ছাড়ছে না। খাদ্য ও চিকিৎসা সংকট পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। গত ২৪ ঘণ্টায় অন্তত ১৩ জন অনাহারে মারা গেছেন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ক্ষুধাজনিত মৃত্যু বেড়ে ৩৬১-এ পৌঁছেছে। এর মধ্যে আগস্ট মাসেই মারা গেছেন ৮৩ জন।
জাতিসংঘ সমর্থিত খাদ্য নিরাপত্তা মূল্যায়ন সংস্থা (আইপিসি) সতর্ক করেছে যে গাজা দুর্ভিক্ষের দিকে ধাবিত হচ্ছে। তবে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সতর্কবার্তাকে “পুরোপুরি মিথ্যা” আখ্যা দিয়ে দাবি করেছেন, তাদের অভিযান কেবল নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলছে, গাজার ঘনবসতিপূর্ণ এলাকায় মানবিক সহায়তা পৌঁছাতে ব্যর্থতা বিপর্যয়কে আরও তীব্র করছে। প্রয়োজনীয় সহায়তার মাত্র ১৫ শতাংশ পৌঁছাতে পেরেছে গত এক মাসে। ফলে খাদ্য, পানি ও চিকিৎসার ঘাটতি দিন দিন বাড়ছে।
ফিলিস্তিনিরা বর্তমানে প্রাণঘাতী হামলা, অনাহার ও মানবিক সংকটের এক অন্ধকার বাস্তবতায় বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন।
মতামত দিন