আন্তর্জাতিক

গাজার মানবিক বিপর্যয় আরও গভীর হওয়ার শঙ্কা, ইসরায়েলী হামলায় একদিনে নিহত ৮৬

আন্তর্জাতিক ডেস্ক ॥ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় অন্তত ৮৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৪৯২ জন। রবিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া বিমান হামলা ও গোলাবর্ষণ সোমবার সন্ধ্যা পর্যন্ত চলতে থাকে।

প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ৫৮ জন সরাসরি বিমান হামলা ও গোলাবর্ষণে প্রাণ হারান। বাকিরা খাদ্য ও ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নির্বিচারে গুলির শিকার হন। এ ঘটনায় পুরো গাজা জুড়ে আতঙ্ক ও ভীতিকর পরিস্থিতি ছড়িয়ে পড়ে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রকৃত নিহত ও আহতের সংখ্যা আরও বেশি হতে পারে। বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন, তবে উদ্ধার কার্যক্রম সরঞ্জাম ও জনবল সংকটের কারণে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে অনেককে জীবিত বা মৃত উদ্ধার করা সম্ভব হচ্ছে না।

সাম্প্রতিক হামলায় গাজার হাসপাতালগুলোতে রোগীর চাপ ভয়াবহ আকার ধারণ করেছে। অনেক হাসপাতাল আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে। ওষুধ সংকট ও চিকিৎসা সরঞ্জামের অভাবে হাজার হাজার আহত মানুষ সঠিক সেবা পাচ্ছেন না।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস আকস্মিকভাবে ইসরায়েলের ভেতরে প্রবেশ করে হামলা চালায়, যেখানে ১,২০০ জন নিহত হন এবং আড়াই শতাধিক ইসরায়েলি বন্দি হন। সেই ঘটনার পর থেকেই ইসরায়েল গাজায় টানা বোমা হামলা চালিয়ে যাচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, চলমান সংঘাতের কারণে গাজার মানবিক পরিস্থিতি প্রতিদিনই ভয়াবহ আকার ধারণ করছে। খাদ্য, পানি ও ওষুধের ঘাটতি তীব্র হচ্ছে, মানুষ আশ্রয় ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। আন্তর্জাতিক মহল একাধিকবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও কার্যকর সমাধান এখনো আসেনি। ফিলিস্তিনিদের মতে, অবরোধ ও হামলা বন্ধ না হলে মানবিক বিপর্যয় আরও গভীর হবে।

মতামত দিন