খাইবার পাখতুনখোয়ায় বন্যার তাণ্ডবে ঘরবাড়ি বিধ্বস্ত, নিহত ৩০৭
আন্তর্জাতিক ডেস্ক ॥ পাকিস্তানে কয়েকদিন ধরে চলা ভারী বর্ষণ ও ভূমিধসে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) জানায়, শনিবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৭ জনে। এর মধ্যে রয়েছেন ২৭৯ জন পুরুষ, ১৫ জন নারী ও ১৩ জন শিশু। আহত হয়েছেন আরও অন্তত ২৮ জন।খাইবার পাখতুনখোয়া প্রদেশের বুনের, বাজাউর এবং বাটগ্রাম জেলাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি গিলগিট-বালতিস্তান ও আজাদ কাশ্মীরেও ব্যাপক ক্ষতি হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, বন্যায় অন্তত ১১৬টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে—এর মধ্যে কিছু আংশিক এবং কিছু পুরোপুরি ধসে পড়েছে।
জিও নিউজ জানিয়েছে, আকস্মিক বন্যা অনেক ঘরবাড়ি ভাসিয়ে নিয়েছে। বহু এলাকায় যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে। মোবাইল টাওয়ার ক্ষতিগ্রস্ত হওয়ায় একাধিক জেলায় ফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
উদ্ধার ও ত্রাণ কার্যক্রম তদারকি করতে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) জানিয়েছে, অন্তত নয়টি জেলায় দুই হাজারেরও বেশি কর্মী উদ্ধার কাজে অংশ নিচ্ছেন।
খাইবার পাখতুনখোয়ার রেসকিউ এজেন্সির মুখপাত্র বিলাল আহমেদ ফাইজি জানিয়েছেন, ভূমিধস ও রাস্তা ভেঙে পড়ায় সরঞ্জাম ও অ্যাম্বুলেন্স নিয়ে দুর্গত এলাকায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, অনেক উদ্ধারকর্মীকে হেঁটে দুর্গম এলাকায় যেতে হচ্ছে।
মতামত দিন