এবার ফ্রান্সেও রাজনৈতিক অনিশ্চয়তা, প্রধানমন্ত্রীর পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক ॥ ফ্রান্সের রাজনীতিতে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে প্রধানমন্ত্রীর পদত্যাগকে কেন্দ্র করে। আস্থা ভোটে পরাজয়ের পর মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ফ্রাঁসোয়া বায়রু।ফ্রান্সের ইতিহাসে সাম্প্রতিক সময়ে এত ঘন ঘন প্রধানমন্ত্রী পরিবর্তনের নজির বিরল। মাখোঁর শাসনামলে এ নিয়ে সাতজন প্রধানমন্ত্রীকে বিদায় নিতে হলো। বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু সরকারের নীতিগত ব্যর্থতাকেই তুলে ধরছে না, বরং প্রেসিডেন্টের নেতৃত্বের ওপরও প্রশ্ন তুলছে।
প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, কয়েক দিনের মধ্যেই নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হবে। এতে অন্তত আগাম নির্বাচন নিয়ে যে জল্পনা-কল্পনা চলছে, তার অবসান ঘটতে পারে।
রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, মাখোঁর সামনে এখন দ্বিমুখী চ্যালেঞ্জ। একদিকে তাকে স্থিতিশীল সরকার গঠন করতে হবে, অন্যদিকে জনগণের আস্থা ফেরাতে হবে। যদি নতুন প্রধানমন্ত্রীর নিয়োগ ও পরবর্তী পদক্ষেপে মাখোঁ ব্যর্থ হন, তবে আগাম নির্বাচন ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না।
এদিকে বায়রু নতুন প্রধানমন্ত্রী ঘোষিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে তার পদত্যাগে মাখোঁর সরকারের অবস্থান যে দুর্বল হয়ে পড়েছে, তা আর অস্বীকার করার সুযোগ নেই।
আন্তর্জাতিক মহলও ফ্রান্সের রাজনৈতিক সংকট নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্বে থাকা ফ্রান্সে এই অস্থিরতা গোটা ইউরোপের রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মতামত দিন