আন্তর্জাতিক

একদিন না যেতেই অনুপ্রবেশে ছিনতাই নেপালের বিপ্লব! জেন-জি'র দাবি

আন্তর্জাতিক ডেস্ক ॥ নেপালে জেন-জি গোষ্ঠীর আন্দোলন দেশের রাজনৈতিক অস্থিরতাকে তীব্র রূপ দিয়েছে। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগের পরও আন্দোলনকারীরা সতর্ক করছে, তাদের অহিংস আন্দোলনকে ভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে।

জেন-জিরা দাবি করেছে, তাদের বিক্ষোভে মূল উদ্দেশ্য ছিল জবাবদিহিতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠা। তবে ‘অনুপ্রবেশকারী সুবিধাবাদীরা’ আন্দোলনের লক্ষ্য ব্যাহত করেছে। আন্দোলনকে শান্তিপূর্ণ রাখার জন্য তারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনা ও পুলিশকে সমর্থন দিচ্ছে।

সোমবার শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল শুরু হলেও পার্লামেন্টের সংরক্ষিত এলাকায় প্রবেশের চেষ্টা ও পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এতে পুলিশ লাঠিচার্জ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করা হয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, কিছু ব্যক্তি ও নৈরাজ্যবাদী গোষ্ঠী আন্দোলনে অনুপ্রবেশ করছে এবং ব্যক্তিগত ও সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত করছে। জেন-জি আন্দোলনের নেতারা এমন কর্মকাণ্ডের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই এবং তাদের উদ্দেশ্য কখনোই নাগরিক জীবন ব্যাহত করা নয়।

নাগরিকদের স্বাভাবিক জীবন বজায় রাখার পাশাপাশি দেশের শান্তি রক্ষা জেন-জির মূল লক্ষ্য। তারা আরও জানিয়েছে, ভবিষ্যতে পরিস্থিতি স্বাভাবিক না হলে প্রয়োজনে কারফিউ বাস্তবায়নে পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে কাজ করবে।

মতামত দিন