আন্তর্জাতিক

ঈদের খুশি নয়, ফিলিস্তিনে বোমার গর্জন, নিহত ৪২

আন্তর্জাতিক ডেস্ক ॥ ঈদের দিন সকালেও গাজা উপত্যকার আকাশে ছড়িয়ে পড়েছে ধোঁয়া আর বিস্ফোরণের শব্দ। ইসরায়েলি বাহিনীর টানা বোমাবর্ষণে প্রাণ গেছে অন্তত ৪২ জন ফিলিস্তিনির, আহত হয়েছেন অনেকে। এই হামলার ঘটনায় গোটা ফিলিস্তিনে ঈদের আনন্দ ম্লান হয়ে গেছে।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, নিহতদের মধ্যে দক্ষিণের খান ইউনিস শহরের ১৬ জন, গাজার উত্তরের আরও ১৬ জন, এবং আল-আহলি ও আল-আকসা হাসপাতালগুলোতে নেওয়া ১০ জন রয়েছেন। বোমাবর্ষণের ধ্বংসস্তূপের নিচে এখনো আটকে আছে বহু মানুষ।

আল জাজিরার সাংবাদিক তারেক আবু-আজৌম দাইর আল-বালাহ থেকে জানান, “এখানে ঈদ মানে হলো মৃত্যু, ধ্বংস আর কান্না।”

গত ১৯ মাস ধরে চলা ইসরায়েল-হামাস যুদ্ধ ধ্বংসস্তূপে পরিণত করেছে গাজার একাধিক শহর। নিহতের সংখ্যা ৫২ হাজার ছাড়িয়ে গেছে, আহতের সংখ্যা লাখের ওপরে এবং বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ ফিলিস্তিনি।

যুদ্ধের সবচেয়ে নিষ্ঠুর দিক হচ্ছে, সাধারণ মানুষ—বিশেষ করে নারী ও শিশুরাই—সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। ঈদের দিনে যখন বিশ্বজুড়ে মুসলমানরা আনন্দে সময় কাটাচ্ছেন, তখন গাজার পরিবারগুলো আপনজনদের লাশ দাফনে ব্যস্ত।

গাজার এই পরিস্থিতিতে বিশ্ববাসী এবং মুসলিম রাষ্ট্রগুলো দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। যুদ্ধবিরতির দাবি দিন দিন জোরালো হলেও, মরণব্যাধির মতো চলতে থাকা এই আগ্রাসন থামছে না।

ফিলিস্তিনিদের কাছে ঈদ মানেই এখন বেঁচে থাকার আর্তি।

মতামত দিন