আন্তর্জাতিক

ইরানে আরেকটি বিপর্যয়, ভয়াবহ বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক ॥ ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর বন্দর আব্বাস ভয়াবহ এক বিস্ফোরণে কেঁপে উঠেছে। শনিবার (২৬ এপ্রিল) শহীদ রেজাই বন্দরের সিনা কনটেইনার ইয়ার্ডে ঘটে যাওয়া এই বিস্ফোরণে এখন পর্যন্ত চার শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। রাজধানী তেহরান থেকে এক হাজার কিলোমিটার দক্ষিণে হোরমুজগান প্রদেশে অবস্থিত এই বন্দরটি ইরানের অন্যতম কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা।

আল-জাজিরার খবরে বলা হয়, ইরানের শুল্ক কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে বিস্ফোরণটি মূলত কন্টেইনার ও তেলের ট্যাংক ওঠানো-নামানোর কাজে ব্যবহৃত সিনা ইয়ার্ডে ঘটেছে। বন্দর আব্বাস শহর থেকে প্রায় ২৩ কিলোমিটার পূর্বে অবস্থিত এই এলাকা হরমুজ প্রণালির উত্তরে অবস্থিত, যেখানে ইরানের গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল স্থাপনাও রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি জ্বালানি ট্যাংকে আগুন ধরে বিস্ফোরণ ঘটেছে। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে এর সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি, তবে ভয়াবহ হতাহতের আশঙ্কা করা হচ্ছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ইরানের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, নিরাপত্তা কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এছাড়া আশপাশের এলাকা ঘিরে রাখা হয়েছে এবং জনগণকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখযোগ্য যে, ২০২০ সালের মে মাসে এই একই বন্দরে একটি বড় সাইবার হামলার ঘটনা ঘটেছিল, যা কয়েকদিন ধরে পরিবহন ব্যবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। এই বিস্ফোরণ সেই ঘটনার পর বন্দরে আরেকটি বড় ধরনের বিপর্যয় হিসেবে চিহ্নিত হচ্ছে।

মতামত দিন