ইমরান খানের মুক্তি দাবিতে দেশব্যাপী বিক্ষোভ, অভিযান চালাচ্ছে পুলিশ
ডেস্ক রিপোর্ট ॥ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দি নেতা ইমরান খানের মুক্তির দাবিতে দেশজুড়ে বিক্ষোভ চলাকালীন অন্তত ১৫০ জনের বেশি সমর্থককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৫ আগস্ট) ইমরান খানের গ্রেপ্তারের দ্বিতীয় বর্ষপূর্তিকে কেন্দ্র করে সারাদেশে ছড়িয়ে পড়া বিক্ষোভ দমন করতে এই ধারা অবলম্বন করা হয়েছে। রয়টার্স এ তথ্য জানিয়েছে।পুলিশ ও সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জানা যায়, মঙ্গলবার গভীর রাত থেকে ভোর পর্যন্ত অন্তত ১২০ জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। এর বাইরে পাঞ্জাব প্রদেশের লাহোর শহর থেকে আরও অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। লাহোরে একটি আদালতের সামনে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রায় ২০০ সমর্থক ‘ইমরান খানের মুক্তি চাই’ শ্লোগানে বিক্ষোভে অংশ নেন। শহরের অন্যান্য অংশেও ছোট দলগুলোর ব্যানারে বিক্ষোভ দেখা গেছে।
পুলিশের উপ-মহাপরিদর্শক ফয়সাল কামরান জানিয়েছেন, রাস্তাঘাট অবরোধের চেষ্টা করার সময় ৩৬ জন পিটিআই কর্মীকে গ্রেপ্তার করা হয়। পিটিআই মুখপাত্র জুলফিকার বুখারি দাবি করেছেন, শুধু লাহোর শহর থেকেই দুই শতাধিক নেতা-কর্মীকে পুলিশ আটক করেছে।
পিটিআইয়ের মিডিয়া উইং থেকে প্রকাশিত একাধিক ভিডিওতে দেশব্যাপী বিক্ষোভের দৃশ্য দেখা গেছে। তবে রয়টার্স স্বাধীনভাবে এসব ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি। এই বিক্ষোভ চলাকালীন বিভিন্ন শহরে সড়ক অবরোধ ও গুমরাহ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমে জানা গেছে।
এদিকে, পাঞ্জাব প্রদেশের আঞ্চলিক সরকারের মুখপাত্র উঝমা বুখারি পিটিআইকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আখ্যায়িত করেছেন। পিটিআই পক্ষ থেকে এই মন্তব্য প্রত্যাখ্যান করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।
মতামত দিন