আবারও কাশ্মীরে ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি
আন্তর্জাতিক ডেস্ক ॥ জম্মু-কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরও একবার উত্তেজনাপূর্ণ মোড় নিয়েছে। হামলার পর থেকে নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। গত তিন রাত ধরে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে, যা যুদ্ধবিরতির চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। এনডিটিভির তথ্য অনুযায়ী, ভারতীয় সেনাবাহিনী অভিযোগ করেছে যে, পাকিস্তানি সেনারা তুতমারিগালি এবং রামপুর সেক্টরে ছোট অস্ত্র ব্যবহার করে গুলি চালিয়েছে। ভারতীয় পক্ষ থেকে এ হামলার পাল্টা জবাব দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো, কাশ্মীর অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা কতটা অনিশ্চিত। পেহেলগামের ভয়াবহ সন্ত্রাসী হামলা ছিল উত্তেজনার সূচনাবিন্দু, যা এখন সীমান্তে সামরিক সংঘর্ষে রূপ নিচ্ছে। যদিও পাকিস্তানের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে দুই দেশই একে অপরের বিরুদ্ধে দোষারোপ করছে এবং রাজনৈতিকভাবে কূটনৈতিক পদক্ষেপ নিচ্ছে।
এর আগে উভয় দেশই কূটনৈতিক সম্পর্ক হ্রাস করে, কূটনীতিক প্রত্যাহার, ভিসা বাতিল ও বাণিজ্যিক পথ বন্ধসহ নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এমন পরিস্থিতিতে সীমান্তে গোলাগুলি বন্ধ না হলে তা দুই দেশের মধ্যে বড় ধরনের দ্বিপাক্ষিক সংকট ডেকে আনতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এই সংঘর্ষকে অনেকে একে অপরের ওপর চাপ সৃষ্টির কৌশল হিসেবেও দেখছেন।
দুই দেশের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা থাকা সত্ত্বেও শান্তি প্রতিষ্ঠার বিকল্প নেই। জাতীয় নিরাপত্তা রক্ষায় পদক্ষেপ নেওয়া স্বাভাবিক, তবে তা যেন দীর্ঘমেয়াদে শান্তি প্রক্রিয়াকে ব্যাহত না করে। বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি থেকে উত্তরণে উভয় পক্ষের মধ্যে সংলাপ ও কূটনৈতিক যোগাযোগ জরুরি। নতুবা চলমান উত্তেজনা যেকোনো সময় আরও বড় সংঘর্ষে রূপ নিতে পারে।
মতামত দিন