আন্তর্জাতিক

আকস্মিক বন্যায় ভারতে কিশতোয়ার গ্রাম মৃত্যুপুরী, মৃত বেড়ে ৪৬

আন্তর্জাতিক ডেস্ক ॥ জম্মু ও কাশ্মীরের কিশতোয়ার জেলার চাশোটি গ্রাম এবং আশপাশের এলাকায় ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর চলছে উদ্ধার তৎপরতা। সেনাবাহিনী, রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা ধ্বংসস্তূপ এবং কাদার স্রোতের ভেতর থেকে জীবিতদের খুঁজে বের করতে দিনরাত কাজ করছেন। এখন পর্যন্ত ৪৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং জীবিত উদ্ধার হয়েছে ১৬৭ জন, যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে আকস্মিক মেঘ বিস্ফোরণের পর পাহাড়ি ঢাল থেকে তীব্র স্রোত নেমে আসে। দ্রুতগামী পানির ঢল নিচু এলাকায় থাকা ঘরবাড়ি, দোকানপাট এবং অবকাঠামো ধ্বংস করে দেয়। মুহূর্তের মধ্যে বহু মানুষ নিখোঁজ হয়ে যায়। সেনাবাহিনী ভারী যন্ত্রপাতি, উদ্ধার নৌকা এবং ড্রোন ব্যবহার করে নিখোঁজদের খোঁজে কাজ চালিয়ে যাচ্ছে।

চাশোটি গ্রামের গুরুত্ব শুধু বসতিবাসীর জন্য নয়; এটি মাতা চণ্ডী হিমালয় তীর্থযাত্রার মূল প্রবেশপথ। প্রতি বছর হাজারো তীর্থযাত্রী এই পথে যাত্রা করেন। কিন্তু এবারের ভয়াবহ বন্যা ও ভূমিধসের কারণে যাত্রা বাতিল করা হয়েছে। প্রশাসন আশঙ্কা করছে, নিখোঁজদের অনেকেই হয়তো কাদার স্রোতে ভেসে গেছেন বা ধ্বংসস্তূপে চাপা পড়েছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর শোকবার্তায় বলেন, ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। আবহাওয়াবিদরা বলছেন, মেঘ বিস্ফোরণ সাধারণত ১–১০ কিলোমিটারের মধ্যে এক ঘণ্টায় ১০ সেন্টিমিটারের বেশি বৃষ্টি হলে ঘটে। এই ধরনের বৃষ্টির তীব্রতা পাহাড়ি এলাকায় তাৎক্ষণিক বন্যা ও ভূমিধস সৃষ্টি করে, যা প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষতির প্রধান কারণ হয়ে দাঁড়ায়।

মতামত দিন