আন্তর্জাতিক

অবরুদ্ধ গাজায় দুর্ভিক্ষে শিশুদের মৃত্যুর মিছিল, ফের হামলায় নিহত ৭২

আন্তর্জাতিক ডেস্ক ॥ ফিলিস্তিনের গাজার উপত্যকায় শুক্রবার ইসরায়েলি বিমান বাহিনীর তীব্র গোলাবর্ষণে অন্তত ৭২ জন নিহত এবং আরও ৩১৪ জন আহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। সন্ধ্যার পর প্রকাশিত এই তথ্য অনুযায়ী হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি ডিফেন্স ফোর্সের (আইডিএফ) অভিযানে এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৩৩০ জনে, আর আহত হয়েছে ১ লাখ ৫২ হাজার ৩৫৯ জন। কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে যাদের আনা সম্ভব হয়েছে কেবল তাদেরই হিসাব রাখা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় ছড়িয়ে থাকা বহু মৃতদেহ এখনও উদ্ধার করা যায়নি, ফলে প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইসরায়েলের অব্যাহত সামরিক অভিযানের পাশাপাশি গাজায় খাদ্য ও ত্রাণ সামগ্রীর প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রিত হচ্ছে, যা স্থানীয় জনগণকে মারাত্মক দুর্ভিক্ষে ঠেলে দিয়েছে। অপুষ্টিতে ইতিমধ্যে ২০১ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে ৯৮ জন শিশু। এছাড়া ত্রাণ সংগ্রহে গিয়ে নির্বিচারে গুলি চালানোর ঘটনায় এ পর্যন্ত ১ হাজার ৭৭২ জন প্রাণ হারিয়েছে, যার মধ্যে শুক্রবার নিহত হয়েছে ১৬ জন।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে আকস্মিক হামলা চালায়, যাতে ১ হাজার ২০০ জন নিহত হয় এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। এর জবাবে ইসরায়েল গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে। যদিও ২০২৪ সালের ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল, কিন্তু মার্চ থেকে দ্বিতীয় দফায় অভিযান শুরু হয় এবং গত পাঁচ মাসে আরও ৯ হাজার ৮২৪ জন নিহত হয়েছে।

আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘ বারবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। ফলে গাজার পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে এবং সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে।

মতামত দিন