আন্তর্জাতিক

অধরাই থাকছে ট্রাম্পের নোবেল পাওয়ার সম্ভাবনা, কমিটি অনড়

আন্তর্জাতিক ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য তাবেদারদের সঙ্গে চাপ বাড়াচ্ছেন। তিনি দাবি করেছেন, ক্ষমতায় আসার পর কয়েকটি গুরুত্বপূর্ণ যুদ্ধ থামিয়েছেন এবং বর্তমান বিশ্বসংকটে তার ভূমিকা অপরিহার্য। তবু নোবেল কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো বাইরের চাপের প্রভাব কমিটিকে প্রভাবিত করতে পারবে না।

নোবেল কমিটির সচিব ক্রিশ্চিয়ান বার্গ হার্পভিকেন এএফপিকে বলেন, “আমরা সংবাদমাধ্যমে প্রচারিত দাবি অনুযায়ী সিদ্ধান্ত নেই না। আমাদের বাছাই সম্পূর্ণ স্বাধীন এবং যোগ্যতা অনুযায়ী।”

ট্রাম্পের প্রচারণায় আন্তর্জাতিক নেতাদের সমর্থন দেখা যাচ্ছে। ইজরায়েলের নেতানিয়াহু, পাকিস্তানের শাহবাজ শরিফ, আজারবাইজানের ইলহাম আলিয়েভ এবং পাকিস্তানি সেনাপ্রধান আসিফ মুনির ট্রাম্পকে নোবেলের জন্য সুপারিশ করেছেন। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্রাম্পের ফোনের উত্তর দেননি।

বিশ্লেষকরা মনে করেন, ট্রাম্পের জন্য এ বছর নোবেল শান্তি পুরস্কারের সম্ভাবনা কম। কারণ, মনোনয়নের সময়সীমা ৩১ জানুয়ারি ছিল, যা ট্রাম্প ক্ষমতায় আসার ১১ দিন আগেই শেষ হয়েছে। ফলে চলতি বছরের জন্য নয়, আগামী বছরের জন্য নাম বিবেচনা হতে পারে।

এদিকে, ট্রাম্পের দাবিতে বিভিন্ন বিশ্লেষক রাজনৈতিক উদ্দেশ্যও দেখতে পাচ্ছেন। তবে নোবেল কমিটি তাদের সিদ্ধান্ত সম্পূর্ণ স্বাধীনভাবে নেবে বলে জানিয়েছেন। তাই ট্রাম্পের তীব্র প্রচেষ্টা থাকলেও পুরস্কারের ক্ষেত্রে বাইরের চাপের কোন প্রভাব থাকবে না।
সূত্র: সংবাদ প্রতিদিন

মতামত দিন